ETV Bharat / bharat

হাজার পেরলো দিল্লিতে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ

author img

By

Published : Jun 3, 2021, 5:06 PM IST

ব্ল্যাক ফাংগাসে এখনও পর্যন্ত 1 হাজার 44 জন আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 89 জনের মৃত্যু হয়েছে এবং 92 জন সুস্থ হয়েছেন ৷ আজ এমনটাই জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ সেই সঙ্গে ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি ৷

delhi-reports-more-than-1000-cases-of-black-fungus
হাজার পেরলো দিল্লিতে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ

নয়াদিল্লি, 3 জুন : রাজধানী দিল্লিতে বুধবার পর্যন্ত 1,044 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে 89 জনের মৃত্যু হয়েছে ৷ আজ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 92 জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৷ তবে, ব্ল্যাক ফাংগাসের চিকিৎসার জন্য ওষুধের অভাব রয়েছে বলে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন ৷

সেই সঙ্গে ভ্যাকসিনেশন নিয়েও এদিন মুখ খুলেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘কেন্দ্রের নির্ধারিত পরিকল্পনা মাফিক ভ্যাকসিনেশনের সব আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, কেন্দ্রই পরে সেই পরিকল্পনা পাল্টে ফেলে ৷ কোভ্যাক্সিনের সরবরাহ শুরু হয়ে গেলে, আমরাও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব ৷ আমরা দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি’’ ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে 24 ঘণ্টার মধ্যে ব্ল্যাক ফাংগাসের বলি 3

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্ট বুধবার জানিয়েছে, কোভ্যাক্সিনের দু’টি ডোজ সময়ের মধ্যে দেওয়া বিষয়টি যদি দিল্লি সরকার সুনিশ্চিত করতে না পারে, তবে জাঁকজমকের সঙ্গে ও আড়ম্বরের মধ্য়ে দিয়ে নতুন ক্যাম্প খোলার কোনও প্রয়োজন নেই ৷ প্রসঙ্গত, দিল্লিতে গত 24 ঘণ্টায় 576 জন নুতন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ যেখানে 24 ঘণ্টায় মোট নমুনা পরীক্ষার হিসেবে সংক্রমণের হার মাত্র 0.78 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.