ETV Bharat / bharat

Sunanda Pushkar Death Case: সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় থারুরের মুক্তির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন পুলিশের

author img

By

Published : Dec 1, 2022, 7:33 PM IST

Delhi Police moves HC against Shashi Tharoor's discharge in Sunanda Pushkar death case
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় থারুরের মুক্তির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন পুলিশের

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় (Sunanda Pushkar Death Case) শশী থারুরের মুক্তির (Shashi Tharoor) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করল পুলিশ (Delhi Police moves HC)৷ সামনের বছর 7 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে ৷

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: সুনন্দা পুষ্কর মৃত্যুর মামলায় (Sunanda Pushkar Death Case) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল পুলিশ (Delhi Police moves HC)৷ ওই মামলায় গত বছর 18 অগস্ট নিম্ন আদালত কংগ্রেস নেতা শশী থারুরকে (Shashi Tharoor) বেকসুর হিসেবে যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়েছে দিল্লি পুলিশ ৷ সেই রায়ের 15 মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুলিশ অভিযোগ করেছে, সুনন্দা পুষ্করকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন থারুর । 2014 সালের 17 জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মেলে থারুরের স্ত্রীর দেহ ৷

রিভিশন পিটিশন দাখিল করার জন্য 'বিলম্ব হওয়ায় ক্ষমা' চেয়ে দিল্লি পুলিশ যে আবেদন করেছে, তার ভিত্তিতে শশী থারুরকে নোটিশ পাঠিয়েছেন বিচারপতি দীনেশ কুমার শর্মা । আদালত সামনের বছর 7 ফেব্রুয়ারি এই মামলার শুনানি করবে । বরিষ্ঠ আইনজীবী বিকাশ পাহওয়া শশী থারুরের পক্ষে উপস্থিত হয়ে আদালতকে জানান যে, বিচার চলাকালীন, নিম্ন আদালত এবং হাইকোর্ট দ্বারা বিভিন্ন আদেশ দেওয়া হয়েছিল ৷ এই মামলার রেকর্ডগুলি কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় । থারুরের পক্ষে সওয়াল করেন শীর্ষ আইনজীবী পাহওয়া এবং আইনজীবী গৌরব গুপ্তা ।

সরকারি আইনজীবী অতুল কুমার শ্রীবাস্তব ট্রায়াল কোর্টে দিল্লি পুলিশের প্রতিনিধিত্ব করেছিলেন । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498-এ (একজন মহিলার স্বামী বা স্বামীর আত্মীয়ের দ্বারা নিষ্ঠুরতার শিকার হওয়া) এবং 306 (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় থারুরের বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ এনেছিল দিল্লি পুলিশ ।

আরও পড়ুন: সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা থেকে অব্যাহতি শশীকে

এর আগে, পাবলিক প্রসিকিউটর অতুল শ্রীবাস্তব দাবি করেছিলেন যে, পুষ্কর মানসিক নিষ্ঠুরতার মধ্যে দিয়ে গিয়েছেন যার কারণে তাঁর স্বাস্থ্য খারাপ হয়েছে । সরকারি আইনজীবীর আরও যুক্তি ছিল যে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু নয় এবং ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যায় যে, মৃত্যুর কারণ বিষক্রিয়া ৷ শ্রীবাস্তব বলেছিলেন, পুষ্করের আগে কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল না ৷ "স্ট্রেস এবং বিশ্বাসঘাতকতার" কারণে তাঁর সমস্যা শুরু হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.