ETV Bharat / bharat

মানসিক স্বাস্থ্য বিবেচনা করে 29 সপ্তাহের প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল্লি হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:59 PM IST

Delhi High Court
Delhi High Court

Delhi High Court: স্বামী মারা যাওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ তাঁর গর্ভাবস্থার বয়স 29 সপ্তাহ ৷ আদালত এইমসকে এই গর্ভাপাত করানোর নির্দেশ দিয়েছে ৷

নয়াদিল্লি, 5 জানুয়ারি: 29 সপ্তাহের প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ জানা গিয়েছে, ওই মহিলা বিধবা ৷ তিনি মানসিক অবসাদে ভুগছেন ৷ গর্ভাবস্থার দরুণ তাঁর মানসির স্বাস্থ্যে আগামিদিনে আরও খারাপ প্রভাব পড়তে পারে, সেই কারণে শুক্রবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷

এ দিন এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, নয়াদিল্লির এইমস হাসপাতালে এই গর্ভপাত করাতে হবে ৷ যেহেতু 24 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তাই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এইমস কর্তৃপক্ষ ৷

একই সঙ্গে আদালত জানিয়ে, কোনও মহিলার যেমন গর্ভধারণের অধিকারের সঙ্গে সন্তান জন্ম না দেওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে ৷ আর এই নির্দেশ শুধুমাত্র এই ঘটনার পরিস্থিতি বিচার করে দেওয়া হয়েছে ৷ এটাকে একটি নজির হিসেবে অন্য সময় ব্যবহার করা যাবে না ৷

সংশ্লিষ্ট মহিলা গত বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন ৷ গত 19 অক্টোবর ওই মহিলার স্বামী মারা যান ৷ তার পর তিনি বাপেরবাড়িতে চলে আসেন ৷ সেখানেই গত 31 অক্টোবর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন ৷ স্বামী মারা যাওয়ার কারণে তিনি মাসনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷ সেই কারণে তিনি ঠিক করেন যে গর্ভপাত করাবেন ৷

কিন্তু ততদিনে তাঁর গর্ভাবস্থার 24 সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ 24 সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি পাওয়া যায় না ৷ ফলে তিনিও তা পাননি ৷ সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হন ৷ এইএমসে মেডিক্যাল বোর্ড তৈরি হয় ৷ সেই মেডিক্যাল বোর্ড জানায় মানসিক দিক থেকে এই গর্ভাবস্থা ওই মহিলার জন্য হানিকারক হতে পারে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 26 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
  2. 29 সপ্তাহের গর্ভাবস্থায় বিশেষভাবে সক্ষম ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি বম্বে হাইকোর্টের
  3. ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.