ETV Bharat / bharat

Dead Body on Train Engine: ইঞ্জিন থেকে ঝুলছে মৃতদেহ! দুরন্ত গতিতে ছুটল ট্রেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 9:52 AM IST

ইঞ্জিনে মৃতদেহ ঝুলছে ৷ তবে তা নজরে আসেনি রেলের ৷ তাই নিয়েই চলছিল ট্রেন ৷ লাইনের ধারে বসে থাকা কয়েকজন দেখতে পেতেই চিৎকার করে ট্রেন থামান ৷

Etv Bharat
মৃতদেহ ঝুলছে ইঞ্জিনে তাই নিয়েই ছুটল ট্রেন

ফিরোজাবাদ, 14 নভেম্বর: ট্রেনের ইঞ্জিন থেকে ঝুলছে মৃতদেহ! সেই অবস্থাতেই ছুটল ট্রেন ৷ এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ফারুখাবাদ শিকোহাবাদে ৷ কয়েক কিলোমিটার এভাবে যাওয়ার পর ট্র্যাকের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিষয়টি লক্ষ করেন ৷ এরপরই চিৎকার চেঁচামেচি করে ট্রেন থামান তাঁরা ৷ ট্রেন থামিয়ে মৃতদেহ উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷ ময়নাতদন্তের জন্য দেহটি জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ৷

জানা গিয়েছে, ফারুখাবাদ থেকে শিকোহাবাদগামী যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল এক যুবকের মৃতদেহ । ভূদা ভরথানা গ্রামের কাছে ট্র্যাকের কাছে বসে থাকা কয়েকজন লোক এটি দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে ট্রেন থামাতে। আওয়াজ শুনে ট্রেনের লোকো পাইলট কিছুদূর যাওয়ার পর ট্রেন থামিয়ে দেন । এরপর দেহটি নামিয়ে বিষয়টি শিকোহাবাদের স্টেশন সুপারিনটেনডেন্টকে জানানো হয় । সেখান থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয় ৷

জানা গিয়েছে, মৃতদেহটি ছিল সৌরভ কুমার (26) নামে এক ব্যক্তির ৷ তিনি সিরসাগঞ্জ থানার নাগলা মাদারি গ্রামের বাসিন্দা। যদিও তাঁর দেহ কীভাবে ইঞ্জিনের সঙ্গে ঝুলেছে তা কারও জানা নেই । এই বিষয়ে শিকোহাবাদ স্টেশন সুপারিনটেনডেন্ট রাজেশ্বর সিং বলেন, "ফারুখাবাদ প্যাসেঞ্জারের কর্মচারীদের কাছ থেকে মৃতদেহের বিষয়টি জানতে পারি। মৃতদেহটি তৎপরতার সঙ্গে স্থানান্তরিত করা হয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে ৷ এরপর ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয় ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন :

1. রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট ম্যাচ ! কানপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন 2 তরুণ

2. টনক নড়ল রেলের, দুর্ঘটনা এড়াতে সেফটি ড্রাইভ সপ্তাহ পালনের নির্দেশ

3. স্টেশনে ট্রেন থামাতে ভুলে গেলেন চালক, পিছোল অর্ধেক কিমি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.