ETV Bharat / bharat

'ভাই 1000 শতাংশ সুস্থ রয়েছে', দাউদের মৃত্যুর খবর উড়িয়ে দাবি ছোটা শাকিলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 2:16 PM IST

Dawood Ibrahim is 1000 Per cent fit says Chhota Shakeel: মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পুরোপুরি সুস্থ ৷ এমনটাই দাবি করল তার সহযোগী ছোটা শাকিল ৷ দাউদের মৃত্যুর খবর গুজব বলে দাবি করেছে সে ৷ এমনটাই সূত্র মারফৎ দাবি করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: আন্ডারওয়ার্ল্ড ডন তথা 'মুম্বই সিরিয়াল ব্লাস্টে'র মূল চক্রী দাউদ ইব্রাহিম জীবিত ও পুরোপুরি সুস্থ রয়েছে ৷ সূত্রের দাবি অনুযায়ী, দাউদের সবচেয়ে কাছের সহযোগী ছোটা শাকিল এমনটাই জানিয়েছে ৷ ওই সূত্রের বক্তব্য অনুযায়ী শাকিল দাবি, ‘‘ভাই 1000 শতাংশ ফিট ও সুস্থ রয়েছে ৷’’ জানা গিয়েছে, পাকিস্তানের হাসপাতালে দাউদকে দেখতে গিয়েছিল ছোটা শাকিল ৷ হাসপাতাল থেকে বেরিয়ে এসে ছোটা শাকিল নাকি জানিয়েছে, দাউদ বর্তমানে খুবই ভালো রয়েছে ৷

এর পরেই নাকি দাউদের মৃত্যুর খবর মিথ্যে বলে জানায় আন্ডারওয়ার্ল্ড দুনিয়ায় তার ডানহাত হিসেবে পরিচিত ছোটা শাকিল ৷ সে দাবি করেছে, অসৎ উদ্দেশ্যে সময়ে সময়ে দাউদের স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়ানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত পরশু পাকিস্তান ও ভারতের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর ছড়িয়ে পড়ে যে, দাউদ ইব্রাহিমকে করাচিতে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে ৷ তবে, পরবর্তী সময়ে ভারত সরকারের ইন্টেলিজেন্স বিভাগের একাধিক সূত্র মারফত জানা যায়, দাউদ পুরোপুরি সুস্থ রয়েছে ৷

তবে, পাকিস্তান সরকার তো দূর, সে দেশের কোনও গোয়েন্দা বিভাগ এ নিয়ে একটিও শব্দ খরচ করেনি ৷ গতকাল পর্যন্ত পাকিস্তানের সোশাল মিডিয়ায় দাউদের মৃত্যুর খবর ভাইরাল হয়েছিল ৷ তবে, সেই খবরকে অসমর্থিত সূত্রের বলে সেই পোস্টগুলিতে উল্লেখ করা হচ্ছিল ৷ যেখানে বলা হচ্ছিল, দাউদ ইব্রাহিমকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছে এবং সে বর্তমানে করাচির একটি হাসপাতালে ভরতি রয়েছে ৷ তবে, আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবর ভাইরাল হয়, পাকিস্তানের এক ইউটিউবারের পোস্টকে ঘিরে ৷ যেখানে তিনি দাবি করেন, দাউদ ইব্রাহিম মারা গিয়েছে ৷

হাওয়ার গতিতে সেই পোস্ট শেয়ার হতে শুরু করে ৷ সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে টপ সার্চে চলে আসে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ৷ এর পরেই আসরে নামে পাকিস্তান সরকার ৷ বিষয়টিকে আটকাতে পাকিস্তানে বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়া নিয়েও গুজব ছড়াতে শুরু করে ৷ পাকিস্তানের বিরোধী দল 'পাকিস্তান-তেহেরিক-ই-ইনসাফ' এর ভার্চুয়াল মিটিং বানচাল করতে পাকিস্তান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ৷ তবে, ভারত সরকারের ইন্টেলিজেন্স বিভাগ সর্বক্ষণ পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. গুরুতর অসুস্থ হয়ে করাচির হাসপাতালে দাউদ ইব্রাহিম, 'ডন'কে বিষ খাওয়ানোর দাবি
  2. কয়োকশো কোটির মালিক, তবে বাবা-মায়ের শেষকৃত্যেও আসতে পারেননি দাউদ
  3. পাকিস্তানি পাঠান সুন্দরীকে বিয়ে করেছেন কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.