ETV Bharat / bharat

Dalai Lama: দলাই লামা চিনের বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলেছেন

author img

By

Published : Dec 31, 2022, 4:24 PM IST

Dalai Lama
দলাই লামা

বৌদ্ধধর্মের গুরু দলাই লামা বিহারের বোধগয়ার কালচক্র ময়দানে তাঁর তৃতীয় এবং শেষ দিনের শিক্ষাদানের (Dalai Lama Teaching Program in Gaya) সময় চিনের সমালোচনা করেন । তিনি চিনা সরকারের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার চেষ্টার অভিযোগও করেন ৷ তাঁর দাবি, চিন সরকার অনেক বৌদ্ধ বিহার ধ্বংস করেছে৷ তবুও সেখানে বৌদ্ধ ধর্ম থেকে মানুষের বিশ্বাস চলে যায়নি (Dalai Lama statement on China Government) ৷

গয়া (বিহার), 31 ডিসেম্বর: বোধগয়ার কালচক্র ময়দানে দলাই লামার (Buddhist Guru Dalai Lama) তৃতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ দেওয়ার অনুষ্ঠান হয়েছে । প্রশিক্ষণ (Dalai Lama Teaching Program in Gaya) দেওয়ার শেষদিনে তিনি বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার অভিযোগ তুলেছেন চিনের সরকারের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘চিন সরকার বৌদ্ধ ধর্মকে ক্ষতিগ্রস্ত করেছে । বৌদ্ধধর্মকে বিষ হিসেবে বিবেচনা করে ধ্বংস করা হয়েছিল ৷ কিন্তু তারপরও চিন থেকে বৌদ্ধ ধর্ম ধ্বংস করা যায়নি । আজও চিনে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বহু মানুষ আছেন ।’’

তিনি আরও বলেন, "যাঁরা আমার প্রতি বিশ্বাসের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাস দেখাচ্ছেন, তাঁরা আমি যে বোধিচিত্ত (বৌদ্ধ লাভের জন্য করা সংকল্প দিচ্ছি, তা গ্রহণ করুন । তিব্বতি হোক বা মঙ্গোলীয় বা চিন, চিনে অনেক বৌদ্ধ বিহার রয়েছে । আজও সেখানে অনেক বৌদ্ধ বিহার রয়েছে । তাঁদের মনে বৌদ্ধ ধর্ম ও বুদ্ধ রয়েছেন ।’’ সেই প্রসঙ্গেই তিনি চিন সরকারের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার চেষ্টা করার অভিযোগ তুলেছেন (Dalai Lama statement on China Government) ৷

দলাই লামা নিজের বা অন্যের জন্য বোধচিত্ত অনুশীলন করতেও বলেছেন । তিনি বলেন, ‘‘আমরা যদি তিব্বতী ঐতিহ্যের দিকেও তাকাই, শাক্যরা নিগামায় বোধচিত্তের অনুশীলন করেন ৷ বোধচিত্ত মন ও শরীরকে সতেজ রাখে এবং দীর্ঘায়ু দেয় । এটিও ভালো ঘুম দেয় । সবার কল্যাণের দিকে তাকালে এর চেয়ে ভালো কিছু হতে পারে না । বোধচিত্ত সাধনার মাধ্যমে ভেতরের অমঙ্গল ও দুঃখ দূর করা যায় । শুধুমাত্র 21 নক্ষত্রের থেকে এর অনুমতি পাওয়া যাবে ।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও (Arunachal Pradesh CM Pema Khandu) আজ, শনিবার দলাই লামার প্রশিক্ষণের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । কালচক্র ময়দানে ভাষণও দেন তিনি ৷ একই সঙ্গে বিভিন্ন উৎস থেকে আসা অর্থ ও ব্যয়ের বিবরণও দেওয়া হয় । গয়ায় অনুষ্ঠিত এই তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা-সহ বহু দেশ থেকে 50 থেকে 60 হাজার ভক্ত অংশগ্রহণ করেছিলেন । বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার শিক্ষা 15টি ভাষায় অনুদিত হচ্ছে । বিভিন্ন দেশের বৌদ্ধ ভক্তরা বিভিন্ন ভাষায় এফএম-এর মাধ্যমে শিক্ষা শুনেছেন ।

বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামা গত 22 ডিসেম্বর বৌদ্ধগয়া পৌঁছেছিলেন । এখানে তিনি প্রায় এক মাস থাকবেন । এই সময়ে এখানে কালচক্র পুজো হয় (Kalachakra Puja in Bodh Gaya) । বিহারের বৌদ্ধগয়ায় এখনও পর্যন্ত 18 বার কালচক্র পুজোর আয়োজন করা হয়েছে । মূলত কালচক্র পুজোর প্রথা তিব্বত থেকে শুরু হয় ৷ তার পর বহু দেশে ও ভারতে কালচক্র পুজো শুরু হয় । এই পুজোয় তন্ত্রসাধনার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করা হয় । একই সঙ্গে, জীবিতদের জন্য শান্তি এবং মৃতদের জন্য মুক্তি কামনা করা হয় । কালচক্র পুজোর নেতৃত্ব দেন বৌদ্ধ গুরু দলাই লামা । কালচক্র পুজো উপলক্ষে সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সমবেত হন ।

আরও পড়ুন: ''আমাদের জোর সত্যের পথ, চিনা কমিউনিস্টদের বন্দুকের নল,'' মন্তব্য দলাই লামার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.