ETV Bharat / bharat

দেশে 44 দিনে সর্বনিম্ন দৈনিক আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যুও

author img

By

Published : May 28, 2021, 10:54 AM IST

Updated : May 28, 2021, 1:18 PM IST

কমল মৃত্যুও
কমল মৃত্যুও

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 75 লাখ 55 হাজার 457 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 18 হাজার 895 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷

নয়াদিল্লি, 28 মে : গতকালের তুলনায় দেশে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 13 এপ্রিলের পর মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লাখের নিচে ৷ আজ ফের 2 লাখের নিচে নামল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 1 লাখ 86 হাজার 364 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ যা 44 দিনে সর্বনিম্ন ৷ অন্যদিকে, কমেছে মৃতের সংখ্যা ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 660 জনের ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 75 লাখ 55 হাজার 457 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 18 হাজার 895 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 59 হাজার 459 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 লাখ 43 হাজার 152 ৷ মোট টিকাকরণ হয়েছে 20 কোটি 57 লাখ 20 হাজার 660 জনের ৷

আরও পড়ুন : শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের : কেজরি

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল 20 লাখ 70 হাজার 508 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 27 মে পর্যন্ত মোট 33 কোটি 90 লাখ 39 হাজার 861 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে আজ ৷ কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated :May 28, 2021, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.