ETV Bharat / bharat

Cyclone Gulab : ধেয়ে আসছে গুলাব, আগাম সতর্কতায় বাতিল 24টি দূরপাল্লার ট্রেন

author img

By

Published : Sep 26, 2021, 9:14 AM IST

Updated : Sep 26, 2021, 9:35 AM IST

Cyclone Gulab
Cyclone Gulab

24টি দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব উপকূলীয় রেল ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর : আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'গুলাব' ৷ রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম ও ওড়িশার গোপালপুরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় গুলাব । ঘূর্ণিঝড় যশ-এর মতো শক্তিশালী না হলেও গুলাবের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ এ রাজ্যেও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তাই আগাম সতর্ক ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) ৷ ইতিমধ্যেই 24টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ কিছু কিছু ট্রেনের সময়সূচি বদলে গিয়েছে ৷ স্বপ্ল দূরত্বে চালানো হবে বেশি কিছু ট্রেন ৷

কোন কোন ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে দেখে নিন

01. 08401 পুরী-ওখা স্পেশাল ট্রেন 26 সেপ্টেম্বর পুরী থেকে ৷ আঙ্গুল-সম্বলপুর-তিতলাগড়-লাখোলি-বল্লাহর্ষা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে ৷

02. 02873 হাওড়া-যশবন্তপুর স্পেশাল ৷

03. 08047 হাওড়া-ভাস্কো ডা গামা স্পেশাল, হাওড়া থেকে ৷

04. 02250 নিউ তিনসুকিয়া-ব্যাঙ্গালোর স্পেশাল, তিনসুকিয়া থেকে ৷

05. 02821 হাওড়া-চেন্নাই স্পেশাল ট্রেন, হাওড়া থেকে ৷

26 সেপ্টেম্বরের কোন কোন ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে দেখে নিন

01. 02703 হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা স্পেশাল ট্রেন ৷ নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা দেরিতে হাওড়া থেকে ছাড়বে ৷

02. 01020 ভুবনেশ্বর-মুম্বই সিএসএমটি কোনার্ক স্পেশাল ৷

03. 02245 হাওড়া-যশবন্তপুর স্পেশাল ৷

04. 07480 পুরী-তিরুপতি স্পেশাল ট্রেন, পুরী থেকে ৷

05. 08515 কিরানদুল-বিশাখাপটনম স্পেশাল ট্রেন ৷

দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা

বাতিল ট্রেনের তালিকা
বাতিল ট্রেনের তালিকা
Last Updated :Sep 26, 2021, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.