ETV Bharat / bharat

Gold Seized in Mumbai Airport: 32 কোটি টাকার 61 কেজি সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

author img

By

Published : Nov 13, 2022, 5:48 PM IST

মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) কাস্টমসের আধিকারিকরা 32 কোটি টাকা মূল্যের 61 কেজি সোনা (61 kg gold) আটক করলেন (Gold Seized in Mumbai Airport)৷ দুটি পৃথক মামলায় সাত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Customs seized 61 kg gold valued at Rs 32 crores in Mumbai Airport
32 কোটি টাকার 61 কেজির সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

মুম্বই, 13 নভেম্বর: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai Airport) অভিযান চালিয়ে 61 কেজি সোনা (61 kg gold) বাজেয়াপ্ত করলেন শুল্ক বিভাগের আধিকারিকরা ৷ যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় 32 কোটি টাকা ৷ 11 নভেম্বরের ঘটনা ৷ একদিনে বিমানবন্দর থেকে এত বিপুল মূল্যের জিনিস বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম (Gold Seized in Mumbai Airport)৷ রবিবার এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷ দুটি পৃথক ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন মহিলা ৷

মুম্বই বিমানবন্দরে কাস্টমসের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মূল্যের জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেছেন এক আধিকারিক । প্রথম অভিযানে তানজানিয়া থেকে ফিরে আসা চার ভারতীয়ের থেকে 1 কেজি সোনার বার পাওয়া যায় ৷ এই সোনা একাধিক পকেট-সহ বিশেষভাবে ডিজাইন করা বেল্টে লুকনো ছিল বলে এক আধিকারিক জানিয়েছেন ৷

এ ছাড়াও কয়েকজন যাত্রীর পরে থাকা বেল্টের থেকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে আনা 53 কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ যার মূল্য ভারতীয় অর্থে 28.17 কোটি টাকা ৷ ট্রানজিটের সময় দোহা বিমানবন্দরে সুদানের এক নাগরিকের থেকে ওই বেল্টগুলি অভিযুক্ত যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় চার যাত্রীকে গ্রেফতার করা হয় ৷ আদালত তাঁদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ।

Customs seized 61 kg gold valued at Rs 32 crores in Mumbai Airport
61 কেজি সোনা বাজেয়াপ্ত

আরও পড়ুন: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার 6 কোটি টাকার সোনা, গ্রেফতার 4

একইভাবে একই দিনে শুল্ক বিভাগের কর্মকর্তারা দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে 3.88 কোটি টাকা মূল্যের 8 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে । দুই নারী-সহ তিনজন মোমের আকারে গোল্ড ডাস্ট নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সফরকারীদের পরা জিন্সের কোমরে সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক বিভাগের আধিকারিক । এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন মহিলার বয়স 60 বছর ৷ তিনি হুইলচেয়ারে ছিলেন ৷ এই তিনজনকেও বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.