Gold Recovery: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার 6 কোটি টাকার সোনা, গ্রেফতার 4

author img

By

Published : Sep 23, 2022, 1:34 PM IST

Updated : Sep 23, 2022, 2:30 PM IST

Gold worth Rupees 6 Crore Recovered from Belgharia Expressway

সোনা উদ্ধার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia Expressway) ৷ 11 কেজি সোনা পাওয়া গিয়েছে (Gold Recovery) ৷ গ্রেফতার হয়েছে চারজন ৷

ব্যারাকপুর (উত্তর 24 পরগনা), 23 সেপ্টেম্বর : 11 কেজি সোনা উদ্ধার (Gold Recovery) করল উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানার পুলিশ ৷ শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Belgharia Expressway) থেকে ওই সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার দাম প্রায় 6 কোটি টাকা ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷

পুলিশ জানিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ময়লাঘাটার কাছে একটি গাড়ি দাঁড়িয়েছিল শুক্রবার সকালে ৷ সেখানে টহল দেওয়ার সময় গাড়িটিকে দেখে সন্দেহ পুলিশের ৷ গাড়িতে সেই সময় চারজন ছিল ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাদের অসংলগ্ন উত্তরে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ তার পরই গাড়িতে তল্লাশি চালানো হয় ৷

Gold worth Rupees 6 Crore Recovered from Belgharia Expressway
সোনা উদ্ধারের পর পুলিশের সাংবাদিক বৈঠক

সেই তল্লাশিতে একটি বাজারের ব্যাগ থেকে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বাট ৷ যার ওজন 11 কেজি ৷ ওই সোনার বাটগুলির আনুমানিক মূল্য 6 কোটি টাকা ৷ পাওয়া যায় 11টি মোবাইল ফোন ৷ পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ গ্রেফতার করে গাড়িতে থাকা চারজনকে ৷

Gold worth Rupees 6 Crore Recovered from Belgharia Expressway
পুলিশের সিজার লিস্ট

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরজিৎ মুখোপাধ্যায়, রাজারাম পাওয়ার, মনোহর পাটিল এবং গণেশ চৌহান ৷ সুরজিৎ খড়দহের বাসিন্দা ৷ অন্যরা বেদিয়াপাড়ায় থাকেন ৷ সুরজিৎ গাড়ির চালক ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে গাড়িটি নিয়ে মেদিনীপুরের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল ওই চারজনের ৷

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার 6 কোটি টাকার সোনা, গ্রেফতার 4

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ ও সদর) অজয় প্রসাদ তদন্তের স্বার্থে এখনই খুব বেশি তথ্য সামনে আনতে চাননি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই সোনা কোথা আসছিল, কোথায় যাচ্ছিল, এর পিছনে আর কে কে আছে, এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে ধৃতদের জেরা করা হচ্ছে ৷ বিশেষ করে 11 কেজি সোনা একসঙ্গে উদ্ধারের ঘটনা সাধারণত ঘটে না ৷ তাই এই ঘটনার পিছনে বড়সড় কোনও মাথা রয়েছে বলে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা

Last Updated :Sep 23, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.