ETV Bharat / bharat

Bride-Groom Pledge Organ Donation: বর-কনে-আত্মীয়-বন্ধুরা মিলিয়ে বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার 60 জনের

author img

By

Published : Dec 27, 2022, 1:00 PM IST

Couple to pledge organ donation on their wedding ETV Bharat
বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার এই দম্পতির

বিয়েকে (Couple to pledge organ donation) স্মরণীয় করে রাখতে অঙ্গদানের অঙ্গীকার করলেন এক যুবক (Bride-Groom Pledge Organ Donation)৷ শুধু তিনিই নন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব-সহ 60 জন ওই অঙ্গদান করবেন ৷ এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করছেন হবু কনেও ৷

বিশাখাপত্তনম, 27 ডিসেম্বর: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে...৷ কবির লেখা কথাগুলিকে জীবন দিয়ে উপলব্ধি করেন হাতে গোনা কয়েকজন ৷ তাঁদের মধ্যে অন্যতম বিশাখাপত্তনমের এক যুবক ৷ সামনেই তাঁর বিয়ে ৷ আর এই বিশেষ দিনে শুধু নিজের নতুন জীবন নিয়েই আবেগে ভাসেননি তিনি (Bride-Groom Pledge Organ Donation)৷ বরং আরও অনেককে নতুন জীবন দেওয়ার অঙ্গীকার করলেন ৷ তিনি, তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা মিলিয়ে 60 জন ওই দিনই অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷ হবু বরের (Couple to pledge organ donation) এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করবেন বলে ঠিক করেছেন কনেও ৷

পূর্ব গোদাবরী জেলার নিদাদাভোলুর কাছে ভেলিভেন্নু গ্রামের বাসিন্দা সতীশ কুমার ৷ তাঁর বিয়ের দিন আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তিনি অঙ্গদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । হবু স্বামীর ভাবনার প্রশংসায় পঞ্চমুখ সজীবা রানি ৷ তিনিও অঙ্গদানের অঙ্গীকার করেছেন ৷

বিশাখার 'সাবিত্রীবাই ফুলে এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট'-এর চেয়ারপার্সন, গুডুরু সীতামহলক্ষ্মী চলতি মাসের 29 তারিখ নিদাদাভোলুতে সতীশের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন এবং তাঁর অঙ্গদানের নথি গ্রহণ করবেন ৷ বর ও কনে উভয়েই তাঁদের বিয়ে উপলক্ষে নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর অঙ্গদানের থেকে ভালো কোনও কাজ আর কীই বা হতে পারে ৷

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত যুবকের অঙ্গদানে নতুন জীবন পেলেন 3 জন

তাঁদের ভাবনার প্রশংসা করে, তাঁদের আত্মীয় এবং বন্ধুরাও তাঁর এই মহৎ কাজে এগিয়ে এসেছেন ৷ সবমিলিয়ে সতীশের বিয়ের দিন 60 জন অঙ্গদানের অঙ্গীকারের নথি জমা দিতে চলেছেন । সতীশ কুমার তাঁদের বিয়ের কার্ডে ছাপিয়েছেন - 'অঙ্গদান করুন - অভাবীদের জীবন দিন'৷ অঙ্গদানের প্রয়োজনীয়তার কথাও প্রচার করেছেন তিনি ৷ তাঁর এই উদ্যোগ নানা মহলে প্রশংসিত হয়েছে ৷ সতীশ কুমার 'ইটিভি ভারত'কে জানিয়েছেন যে, তিনি 'উইলিং টু হেল্প ফাউন্ডেশন'-এর সংগঠক নিখিল এবং পূজার সহায়তায় অঙ্গদানের প্রোগ্রামটি শুরু করেছিলেন ৷ এ বার নিজেও সেই কর্মযজ্ঞে নিজেও শামিল হলেন সতীশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.