ETV Bharat / bharat

Congress President Election: বৃহস্পতিবার সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি

author img

By

Published : Sep 21, 2022, 3:58 PM IST

Congress will Issue Notification for AICC President Election on Thursday
Congress will Issue Notification for AICC President Election on Thursday

প্রায় দু’দশক পর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচন (AICC President Election) হওয়ার সম্ভাবনা ৷ বৃহস্পতিবার অর্থাৎ, 22 সেপ্টেম্বর কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ (Notification for AICC President Election) করবে ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বৃহস্পতিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচনের (AICC President Election) বিজ্ঞপ্তি পেশ করবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি (Notification for AICC President Election) ৷ তার পরেই দীর্ঘদিন যাবৎ এই পদে থাকা সোনিয়া গান্ধির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে শুরু হয়ে যাবে ৷ প্রায় দু’দশক পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যে আসনের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

শশী থারুর সম্প্রতি বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ তার পরেই শশী থারুর (Shashi Tharoor) কংগ্রেসের সভাপতি পদের অন্যতম দাবিদার হিসাবে উঠে আসেন ৷ এমনকি তিনি যে মনোনয়ন পেশ করবেন, তাও নিশ্চিত ৷ প্রথমে শোনা যাচ্ছিল, অশোক গেহলতকে সভাপতি পদে মনোনয়ন পেশ করতে বলেছিল শীর্ষনেতৃত্ব ৷ কিন্তু, কংগ্রেস সূত্রে খবর, তিনি সভাপতি হতে চান না-বলেই হাইকমান্ডকে জানিয়েছেন ৷

তবে, রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) কংগ্রেসের একটি পক্ষ সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, সূত্রের খবর, রাহুল সেই অনুরোধ প্রত্যাখান করেছেন ৷ আর তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে শশী থারুরের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়া সময়ের অপেক্ষা ৷ তবে, সভাপতি পদের নির্বাচনে মনোনয়ন পেশে কোনও বাধা নেই বলেই জানানো হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটির (Congress Central Election Authority) তরফে ৷ এমনকি সেক্ষেত্রে সোনিয়া গান্ধি বা রাহুল গান্ধির অনুমতি লাগবে না ৷

আরও পড়ুন: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে !

24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়ন পেশ করা যাবে ৷ 1 অক্টোবর জমা পড়া মনোনয়নপত্র যাচাই করা হবে ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন 8 অক্টোবর ৷ 17 অক্টোবর এই নির্বাচন হবে ৷ আর সেটা তখনই হবে যখন, একের বেশি মনোনয়ন জমা পড়বে ৷ আর নির্বাচন হলে ভোট গণনা ও ফলপ্রকাশ হবে 19 অক্টোবর ৷

আরও পড়ুন: শশীর হাত ধরে কি কাটবে কংগ্রেসের আঁধার নিশি, গেহলত কতটা ভালো পাইলট?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.