ETV Bharat / bharat

Congress Slams Jaishankar: রাহুল গান্ধিকে নিয়ে জয়শঙ্করের সমালোচনার পালটা জবাব কংগ্রেসের

author img

By

Published : Jun 9, 2023, 12:47 PM IST

বিদেশে গিয়ে ভারতের সমালোচনা করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, বৃহস্পতিবার এমই দাবিই করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেই নিয়ে পালটা জয়শঙ্করের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেসের জয়রাম রমেশ ও পবন খেড়া ৷

Congress Slams Jaishankar
Congress Slams Jaishankar

হায়দরাবাদ, 9 জুন: বিদেশে গিয়ে ভারতের সমালোচনা করা রাহুল গান্ধির অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার এই দাবিই করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেই নিয়ে পালটা জয়শঙ্করের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস ৷ প্রথমে জয়রাম রমেশ, তার পর পবন খেড়া এই নিয়ে বিদেশমন্ত্রীর সমালোচনা করেছেন ৷

বৃহস্পতিবার জয়শঙ্করের সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো টুইট করেছেন কংগ্রেসের মিডিয়া প্রধান পবন খেড়া ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "আমি আশা করি জয়শঙ্কর সারা বিশ্বে হাথরস, লখিমপুর, কৃষকদের বিক্ষোভ, কুস্তিগীরদের বিক্ষোভ, কাঠুয়া, উন্নাও, অঙ্কিতা ভাণ্ডারী, মণিপুর ইত্যাদির খবরের সম্প্রচার বন্ধ করতে সক্ষম হয়েছেন । এবং তাঁর শিখে যাওয়ার কথা । সংঘ ব্রিগেডে যোগ দেওয়ার পূর্বশর্ত হল আপনার মস্তিষ্ককে রেখে এসে ঘুরে বেড়ানো ৷’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ‘‘রাহুল গান্ধি যখনই দেশের বাইরে যান, তখন দেশের সমালোচনা করা এবং আমাদের রাজনীতি নিয়ে মন্তব্য করার অভ্যাস তৈরি করে ফেলেছেন । বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং তারা কী দেখছে ?’’ একই সঙ্গে তিনি যুক্তি দেন যে নির্বাচনে কখনও এক দল জয়ী হয়, আবার কখনও অন্য দল জয়ী হয় । দেশে গণতন্ত্র না থাকলে এমন পরিবর্তন আসত না ৷ সব নির্বাচনের ফলাফল একই হত ।

তবে তিনি ইঙ্গিত দেন যে এই ধরনের পরিবর্তন আগামী বছর লোকসভা নির্বাচনে হবে না ৷ বরং বিজেপিই জিতবে ৷ তাঁর কথায়, ‘‘2024 কা রেজাল্ট তো ওহি হোগা, হামে পাতা হ্যায়... (2024 এর ফলাফল সেটাই হবে, আমাদের তো জানাই আছে) ৷’’ এর পর আবার রাহুলকে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘দেশের অভ্যন্তরে তিনি যা করেন, তাতে আমার কোনও আপত্তি নেই ৷ কিন্তু আমি মনে করি না জাতীয় রাজনীতিকে দেশের বাইরে নিয়ে যাওয়া জাতীয় স্বার্থে ৷’’

জয়শঙ্করের বক্তব্যের পরেই রাহুলের সমর্থনে আসরে নেমে পড়েন কংগ্রেসের সাধারণ সম্পাদক কমিউনিকেশনস ইনচার্জ জয়রাম রমেশ ৷ তিনি জয়শঙ্করের সমালোচনা করেন ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বিদেশ সফরের সময় জাতীয় রাজনীতি নিয়ে নানা মন্তব্য করেছেন ৷ জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, "যে লোকটি দেশের বাইরে জাতীয় রাজনীতি নিয়ে গিয়ে চর্চা শুরু করেছিল, তিনি আর কেউ নন যিনি আপনাকে মন্ত্রীর পদে বসিয়েছেন । আপনি এটা জানেন ৷ কিন্তু আপনি এটা স্বীকার করতে পারবেন না মন্ত্রীমশাই ৷"

তার পর শুক্রবার পবন খেড়া আক্রমণ করলেন জয়শঙ্করকে ৷ এখন দেখার এই নিয়ে বিজেপির তরফে কেউ পালটা কোনও জবাব দেন ! নাকি জয়শঙ্করের নিজেই ফের এই নিয়ে সরব হন ৷

আরও পড়ুন: সীমান্তে শান্তির পরিবেশ ছাড়া চিনের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয়, জানালেন জয়শঙ্কর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.