ETV Bharat / bharat

Congress Bharat Jodo Yatra: মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল, ভারত জোড়ো যাত্রার আগে বার্তা কংগ্রেসের

author img

By

Published : Sep 6, 2022, 7:13 PM IST

Congress says Party will Hear Jann ki Baat not indulge in Mann ki Baat
Congress Bharat Jodo Yatra: মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল, ভারত জোড়ো যাত্রার আগে বার্তা কংগ্রেসের

মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে আগামিকাল থেকে ভারত জোড়ো যাত্রা (Congress Bharat Jodo Yatra) শুরু করছে কংগ্রেস ৷ তার আগে রাহুল গান্ধির (Rahul Gandhi) দলের বার্তা, মোদির মন কি বাত নয়, মানুষের কথা শুনতে চায় দল ৷ লিখেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Congress Bharat Jodo Yatra) শুরু হচ্ছে আগামিকাল, বুধবার ৷ তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে ওই যাত্রা শুরু হচ্ছে ৷ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে কাশ্মীরে শেষ হবে এই যাত্রা ৷

কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে এই যাত্রার মাধ্যমে তারা দেশবাসীর কথা শুনবে৷ দেশবাসীর উপর নিজের মত চাপিয়ে দিতে চায় না তারা ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) এই যাত্রার বেশির ভাগ অংশেই থাকবেন ৷

তাঁর সঙ্গে যোগ দেবেন 118 জন কংগ্রেস নেতা ৷ ওই নেতাদের ভারত যাত্রী (Bharat Yatri) নাম দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে ৷ এই ভারত যাত্রীরা দিনে দু’বার পদযাত্রা করবেন ৷ প্রথম ভাগে সকালে 3 থেকে 4 ঘণ্টা হাঁটবেন ৷ তার পর সন্ধ্যায় আবার তিন থেকে চার ঘণ্টা পদযাত্রায় অংশ নেবেন ৷

এআইসিসি (AICC)-র সম্পাদক জেডি সালিম ইটিভি ভারতকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যেমন একতরফা মন কি বাত (Mann ki Baat) করেন, তেমন কংগ্রেস করবে না ৷ জন কি বাত (Jan ki Baat) শুনবে কংগ্রেস ৷ তিনি আরও জানান, দেশের মানুষের কথা ও সমস্যা শোনা হবে এই যাত্রার মাধ্যমে ৷

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, সকালে দলের নেতা-কর্মী অন্তত 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন ৷ তার মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ তাঁদের সমস্যার কথা শুনবেন ৷

অন্যদিকে বিকেলে 8 কিলোমিটার পদযাত্রা করা হবে কংগ্রেসের তরফে সেখানে প্রায় 20 হাজার মানুষের সমাবেশ করা রোজ ৷ সেখানেও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে দেশের সমস্যা সম্পর্কে ৷ রাহুল গান্ধি বিকেলের সময় নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন বলে কংগ্রেসের তরফে জানা গিয়েছে ৷

কংগ্রেস থেকে জানা গিয়েছে, রাহুল গান্ধি এর আগে এমন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ৷ পশ্চিম উত্তরপ্রদেশে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে তিনি পদযাত্রায় অংশ নিয়েছিলেন ৷ এছাড়া ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের কেদারনাথ, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণাদেবী এবং চিনের মাউন্ট কৈলাসে পায়ে হেঁটে ঘুরেছেন তিনি ৷

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই ধরনের পদযাত্রা নজিরবিহীন ৷ যে সমস্ত রাজ্যে এই পদযাত্রা হবে না ৷ সেখানে রাজ্য সভাপতিদের জেলাস্তরে কয়েক মাসের মধ্যে 75 কিমি যাত্রা আয়োজন করতে বলা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে পর্যুদস্ত কংগ্রেস ৷ বিভিন্ন রাজ্যেও বিজেপির কাছে হারতে হয়েছে রাহুল-সোনিয়ার (Sonia Gandhi) দলকে ৷ সেখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) ঘুরে দাঁড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কিন্তু এই কর্মসূচি কি আদৌ কার্যকরী হবে, সেটাই এখন দেখার !

আরও পড়ুন : দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে দেখা করবেন ইয়েচুরি-রাজার সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.