ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: সংরক্ষণ বৃদ্ধি থেকে বিনামূল্যে বিদ্যুৎ, কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের ইস্তেহারে চমক

author img

By

Published : May 2, 2023, 1:15 PM IST

কর্ণাটক বিধানসভা নির্বাচন 10 মে ৷ আজ কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ৷ বিজেপি শাসিত রাজ্যটিতে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীকে কী কী দেবে বিজেপি-বিরোধী শিবির ? ইস্তেহারে বেকার তরুণ, কৃষক, পশুপালক, গৃহবধূদের জন্য মাসিক সাহায্য- কী নেই ? ফলাফল 13 মে ৷

karnataka Election 2023 Congress manifesto
কংগ্রেসের ইস্তেহার

বেঙ্গালুরু, 2 মে: বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ 10 মে কর্ণাটকে 224টি বিধানসভা নির্বাচন ৷ সবমিলিয়ে হাতে গোনা আর ক'দিন ৷ মঙ্গলবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকে কংগ্রেসের সদর দফতরে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের ইন-চার্জ রণদীপ সিং সুরজেওয়ালা, রাজ্যের বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া, রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার-সহ অন্যান্যরা ৷ বর্ষীয়ান সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন জানান, কংগ্রেস এমন একটি ইস্তেহার তৈরি করেছে, যা রাজ্যবাসীকে স্বস্তি দেবে ৷ তেইশের এই নির্বাচনে বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস কী কী প্রতিশ্রুতি দিয়েছে ?

কংগ্রেসের ইস্তেহার:

ক্ষমতায় এলে গৃহজ্যোতি প্রকল্পের আওতায় 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস ৷ ঘোষণায় রয়েছে তরুণ বেকারদের জন্য ইউথ ফান্ড ৷ এই ফান্ড কর্ণাটকে বেকারদের জীবনের আর্থিক নিরাপত্তায় সাহায্য করবে বলে দাবি জাতীয় কংগ্রেসের ৷ কর্মহীন তরুণ প্রজন্মের জন্য এই সিদ্ধান্ত বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে ৷ কারণ, বর্তমান সরকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বন্দোবস্ত করছে না ৷ দেশে বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী ৷ প্রবীণ নাগরিকদেরও মাসে 1 হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে ৷

  • Vision for New #Karnataka unveiled !

    Rebuild Brand Karnataka !
    Restore Kannada Pride !
    Rejuvenate Investment & Innovation !
    Recreate Jobs & Employment !
    Revive Agricultural Growth !
    Resolve to fight Price Rise !
    Rescind Hate & Division !

    THE CONGRESS MANIFESTO !

    THE PATHWAY OF… pic.twitter.com/dzEAh1Ke1A

    — Randeep Singh Surjewala (@rssurjewala) May 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুন্দর ভবিষ্যতের জন্য কংগ্রেস ক্ষমতায় আসার এক বছরের মধ্যে আড়াই লক্ষ শূন্য সরকারি পদ পূরণের পদক্ষেপ করবে ৷ পাশাপাশি ওবিসি জনগণনা রিপোর্ট কার্যকর করা হবে, এতে রাজ্যে মোট 75 শতাংশ আসন সংরক্ষণ করবে কংগ্রেস ৷ যোগ্য সম্প্রদায়ের সংরক্ষণের হারও বাড়বে ৷ কৃষক ও গবাদি পশু প্রতিপালকদের জন্য ঋণ মকুব ও ভরতুকির ঘোষণাও ইস্তেহারে করেছে কংগ্রেস ৷ ক্ষীরাধারি প্রকল্পের অধীনে প্রতি লিটার দুধে ভরতুকি 5 টাকা থেকে বাড়িয়ে 7 টাকা করা হবে ৷ ভালো প্রজাতির গরু-মোষ কেনার ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে মিলবে ঋণ ৷ ভেড়া ও ছাগল চাষিদের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করবে কর্ণাটকের কংগ্রেস সরকার ৷ এছাড়া অন্নভোগ যোজনায় পরিবারপিছু 10 কেজি চাল, গৃহলক্ষ্মী যোজনায় মহিলাদের প্রতি মাসে 2 হাজার টাকা আর্থিক সাহায্য করবে কংগ্রেস ৷

আরও পড়ুন: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক', কর্ণাটকে 'শাহি' বার্তায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.