ETV Bharat / bharat

Independence Day 2023: কংগ্রেস দফতরে হাজির থাকতে লাল কেল্লায় অনুপস্থিত রইলেন খাড়গে

author img

By

Published : Aug 15, 2023, 1:11 PM IST

Mallikarjun Kharge skips Independence Day function: আজ 77তম স্বাধীনতা দিবস ৷ লালকেল্লায় প্রথামাফিক ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠান আমন্ত্রিত হলেও যাননি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি ছিলেন কংগ্রেসের সদর দফতরের অনুষ্ঠানে ৷

Independence Day 2023
Independence Day 2023

নয়াদিল্লি, 15 অগস্ট: প্রথামাফিক মঙ্গলবার দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি ৷ তাই তাঁর জন্য বরাদ্দ করা আসন ফাঁকাই ছিল ৷ তিনি না থাকলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্য অতিথি, কূটনীতিক ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন 77তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৷

তবে নয়াদিল্লিতে এআইসিসি-র সদর দফতরে উপস্থিত ছিলেন খাড়গে ৷ সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি-সহ কংগ্রেসের অন্য নেতারা ৷ সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় যে কেন লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন ? উত্তরে তিনি জানান, সময়ের অভাবে তিনি লালকেল্লার অনুষ্ঠানে যেতে পারেননি ৷ সেখানে গেলে তিনি সময় মতো কংগ্রেসের সদর দফতরে পৌঁছাতে পারতেন না ৷ তাছাড়া তাঁর চোখেও সমস্যা রয়েছে ৷ আর বাড়িতেও পতাকা উত্তোলন জরুরি ছিল ৷

তবে খাড়গের এই অনুপস্থিতি যে আসলে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ, সেটা দলের একাধিক নেতার কথায় স্পষ্ট হয়েছে ৷ কংগ্রেস নেতা মনিকম ঠাকুর এক্স (আগে যা টুইটার নামে পরিচিত ছিল)-এ একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘যখন লোকসভার বিরোধী নেতা সাসপেন্ড... যখন সাংসদদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়... যখন আমরা আদানির নাম উল্লেখ করলে বিরোধী নেতাদের বক্তৃতা বাতিল করা হয়... যখন মাইক বন্ধ করা হয়... আমরা আর কী করতে পারি ? আমরা মানুষের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি ৷’’

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক্স-এ পোস্ট করেছেন, "লাল কেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে খাড়গেজি উপস্থিত না থাকায় স্পষ্টতই বিজেপি বিরক্ত ।" এর পর তিনি আরও লিখেছেন, "প্রধানমন্ত্রী কি বুঝতে পেরেছেন যে তাঁর যাতায়াতের ব্যবস্থাপনার জন্য খাড়গে সাহেব দলের দফতরে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে যথাসময়ে পৌঁছাতে পারতেন না ! স্বাধীনতা দিবসে আমাদের সদর দফতরে পতাকা উত্তোলনের স্বাধীনতা কি আমাদের নেই ?"

আরও পড়ুন: 'ভারতকে থামানো যাবে না', স্বাধীনতা দিবসে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.