ETV Bharat / bharat

Congress Walkout in RS: মণিপুর নিয়ে সংসদে নিশ্চুপ প্রধানমন্ত্রী, প্রতিবাদে ওয়াক আউট কংগ্রেস সাংসদদের

author img

By

Published : Aug 9, 2023, 4:37 PM IST

লোকসভায় যখন একের পর এক এমন অভিযোগে সরব রাহুল, ঠিক তখনই রাজ্যসভায় এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন কংগ্রেস সাংসদরা । কিন্তু প্রধানমন্ত্রী সংসদকে এড়িয়ে যাচ্ছেন এই অভিযোগে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা ।

Etv Bharat
ওয়াক আউট কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে রাজ্যসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রীকে । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও অবস্থাতেই সংসদে আসতে রাজি নন। আর তার জেরেই বুধবার রাজ্যসভা থেকে ওয়াক আউট করলেন কংগ্রেস সাংসদরা ।

লোকসভায় একই ইস্যুতে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। এদিন সেই প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে । মণিপুরে হত্যাকাণ্ডের সঙ্গে এদিন ভারত মাতার প্রসঙ্গও তোলেন রাহুল । সরাসরি অভিযোগ করে তিনি বলেন, "মণিপুরে আসলে গোটা দেশকেই হত্যা করা হয়েছে ।" মণিপুরকে দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি । লোকসভায় যখন একের পর এক এমন অভিযোগে সরব রাহুল, ঠিক তখনই রাজ্যসভায় এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন কংগ্রেস সাংসদরা ।

এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল যখন মণিপুর নিয়ে হাউসে বিশদ আলোচনা হবে, তখন বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে। কিন্তু প্রধানমন্ত্রী হাউসে আসতে প্রস্তুত নন। সরকার আমাদের কথা শুনতে প্রস্তুত নয়।" এরপরই প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা । বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভা এদিন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ।

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

অন্যদিকে, আপ সাংসদ রাঘব চাড্ডার বিরুদ্ধে প্রিভিলেজ গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর । একই সঙ্গে, রাঘব চাড্ডার বিরুদ্ধে বিষয়টি আরও বিবেচনার জন্য প্রিভিলেজ কমিটিতেও পাঠিয়েছেন চেয়ারম্যান । এর আগে, দিল্লি পরিষেবা বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব এনেছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা । অভিযোগ উঠেছিল, সেই প্রস্তাবের সমর্থনে যে কয়েকজন সাংসদের নাম উল্লেখ করা হয়েছিল তার মধ্য়ে চার জন সাংসদের সই জাল করা হয়েছে। বিজেডি সাংসদ সস্মিত পাত্র, বিজেপি সাংসদ নরহরি আমিন, সুধাংশু ত্রিবেদী এবং ওয়াইএসআরসিপি সাংসদ নিরঞ্জন রেড্ডির চিঠি ও সই জাল করার অভিযোগ উঠেছিল রাঘব চাড্ডার বিরুদ্ধে । সেই অভিযোগেই আপ সাংসদের বিরুদ্ধে প্রিভিলেজ গ্রহণ করলেন রাজ্যসভার চেয়ারম্যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.