ETV Bharat / bharat

Rahul Gandhi in Controversy: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

author img

By

Published : Aug 9, 2023, 3:06 PM IST

Updated : Aug 9, 2023, 11:07 PM IST

Complaint Against Rahul Gandhi for Inappropriate Gesture: সংসদে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে মহিলা সাংসদদের দিকে 'ফ্লাইং কিস' ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল রাহুলের বিরুদ্ধে । বুধবার সংসদে রাহুলের জবাবি ভাষণে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।

Etv Bharat
মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস রাহুলের

রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের স্মৃতি ইরানির

নয়াদিল্লি, 9 অগস্ট: ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধি । সংসদে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে মহিলা সাংসদদের দিকে 'ফ্লাইং কিস' ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল রাহুলের বিরুদ্ধে । বুধবার সংসদে রাহুলের জবাবি ভাষণে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । একইসঙ্গে রাহুল গান্ধির বিরুদ্ধে বিজেপি মহিলা সাংসদরা এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগও দায়ের করেছেন ।

137 দিনের মাথায় সোমবারই সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধি । আর এদিন মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য রাখেন তিনি । 37 মিনিটের রাহুলের বক্তব্যের মাঝে একাধিক বার পয়েন্ট অফ অর্ডার আনেন সরকার পক্ষের সাংসদরা । রাহুলের 'ভারত মাতার হত্যা' মন্তব্য নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন খোদ লোকসভার পরিষদীয় মন্ত্রীও । কংগ্রেস সাংসদের এই বক্তব্য নিয়ে খোদ স্পিকারও মুখ খোলেন । এই হট্টগোলের মাঝেই বিজেপি মহিলা সাংসদদের উদ্দেশে চুম্বন ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল রাহুল গান্ধির বিরুদ্ধে ।

  • NDA women MPs write to Lok Sabha Speaker Om Birla demanding strict action against Congress MP Rahul Gandhi alleging him of making inappropriate gesture towards BJP MP Smriti Irani and displaying indecent behaviour in the House. pic.twitter.com/E1FD3X2hZC

    — ANI (@ANI) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন স্মৃতি ইরানি-সহ বিজেপি মহিলা সাংসদরা । সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়ার দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, সংসদে বক্তব্য রাখার সময় মহিলা সাংসদদের প্রতি 'অনুপযুক্ত অঙ্গভঙ্গি' করেছেন রাহুল গান্ধি। যা সংসদের মর্যাদাহানির সমান ।

রাহুল গান্ধির এই আচরণের বিরুদ্ধে 20 জনেরও বেশি মহিলা সাংসদের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র স্পিকারের কাছে পেশ করা হয় । অভিযোগ পত্রে বিজেপি সাংসদরা জানিয়েছেন, রাহুল গান্ধি এমন 'অশালীন আচরণ' করেছেন সংসদে যা হাউসের মহিলা সদস্যদের মর্যাদাকে কেবল অপমান করা নয়, বরং এই আচরণে সংসদের মর্যাদা ও গড়িমাকেও ক্ষুণ্ণ করেছে । অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শোভা করন্দলাজে, দর্শনা বিক্রম জারদোশ এবং দেবশ্রী চৌধুরীর মতো বিজোপি সাংসদরা।

আরও পড়ুন: মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি, লোকসভায় অভিযোগ রাহুলের

তবে এই প্রথম নয়, এর আগেও লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন রাহুল গান্ধি । কখনও প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেছেন, কখনও আবার নিজের আসনে বসে চোখ টিপতেও দেখা গিয়েছে রাহুল গান্ধিকে । যা নিয়ে সংসদে তীব্র কটাক্ষ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Last Updated : Aug 9, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.