ETV Bharat / bharat

Pegasus Spyware : প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রাহুলের

author img

By

Published : Jul 23, 2021, 11:29 AM IST

Updated : Jul 23, 2021, 12:55 PM IST

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিতর্ক নিয়ে এবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ’র বিরুদ্ধে কোমর বেঁধে নামলেন রাহুল গান্ধি ৷ আজ সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিরোধী দলের প্রতিবাদ বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেগাসাস নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাহুল ৷

Congress Leader Rahul Gandhi attack Narendra Modi and Amit Shah on Pegasus
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ রাহুল গান্ধির

নয়াদিল্লি, 23 জুলাই : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware)-কে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভারতের বিরুদ্ধে ব্য়বহার করেছেন ৷ আজ সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ সামিল হয়ে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ ৷ কার্যত দেশদ্রোহিতার অভিযোগ করলেন তিনি ৷ তাঁর অভিযোগ, দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন ৷ পেগাসাসকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাহুল গান্ধি ৷ সেইসঙ্গে অমিত শাহের ইস্তফার দাবি তুলেছেন রাহুল গান্ধি ।

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিতর্ক নিয়ে এবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ’র বিরুদ্ধে কোমর বেঁধে নামলেন রাহুল গান্ধি ৷ আজ সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিরোধী দলের প্রতিবাদ বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেগাসাস নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাহুল ৷ তিনি অভিযোগ করেছেন, ইজরায়েলের পেগাসাস সফ্টওয়্যারটি জঙ্গিদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্য়বহার করে ৷ সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পেগাসাসকে রাজ্য সরকার এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্য়বহার করেছেন ৷ তাঁর অভিযোগ সুপ্রিম কোর্টকেও এর বাইরে রাখেননি প্রধানমন্ত্রী ৷

অন্যদিকে, কেন্দ্রের তরফে পেগাসাস নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ এমনকি ইজরায়েলের থেকে এই স্পাইওয়্যারটি কেন্দ্র কিনেছে কি না ? এ প্রশ্নের স্পষ্ট কোনও জবাব সরকারের তরফে দেওয়া হয়নি ৷ যা নিয়ে এদিন রাহুল বলেন, "একমাত্র কোনও দেশের সরকার ইজরায়েলের তৈরি এই সফ্টওয়্যারটি কিনতে পারে ৷ আর সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া এই স্পাইওয়্যার কখনই কেনা সম্ভব নয় ৷" শুধু তাই নয়, দেশের সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অভিযোগ করেছেন রাহুল ৷

আরও পড়ুন : Pegasus: লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের, গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভে বিরোধীরা

এদিন সাংবাদিকের একটি প্রশ্নে রীতিমতো চটে যান কংগ্রেস নেতা ৷ যেখানে রাফাল দুর্নীতি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ৷ পেগাসাস স্পাইং সফ্টওয়্যার ব্যবহার করে অনিল আম্বানির ফোনও ট্যাপ করা হয়েছিল ৷ এ নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয় ৷ আর এখানেই আপত্তি জানিয়ে রাহুল বলেন, কেন ভুল প্রশ্ন করা হচ্ছে? কেন অনিল আম্বানির ফোন ট্যাপের বিষয়টি আসছে ? তাঁর মতে, এটি সরকারের আই ওয়াশ করার একটা চেষ্টা ছিল ৷ এর পরেই তিনি বলেন, "প্রশ্নটা হওয়া উচিত ছিল, রাফাল দুর্নীতি নিয়ে তৎকালীন সিবিআই ডিরেক্টর এফআইআর করার সিদ্ধান্ত নেওয়ার পর, কেন তাঁর ফোন ট্যাপ করা হয়েছিল ? কেন তাঁকে ব্ল্যাক মেল করা হচ্ছিল ?

আরও পড়ুন : Santanu Sen : পেগাসাস বিতর্কে উত্তাল রাজ্যসভা, বরখাস্ত তৃণমূল সাংসদ শান্তনু সেন

প্রসঙ্গত, গোটা ঘটনায় ঘটনায় পেগাসাস সফ্টওয়্যারটিকে রাজনৈতিক স্বার্থে এবং দেশের সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ করেছেন রাহুল ৷ পেগাসাস নিয়ে এদিন ফের একবার সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ ৷ আর তাঁর ফোন ট্যাপিং নিয়ে রাহুল বলেন, তিনি নরেন্দ্র মোদিকে ভয় পান না ৷ কারণ তিনি চোর নন ৷ যাঁরা চুরি করেছে, তাঁরাই এই ফোন ট্যাপিং এবং নরেন্দ্র মোদিকে ভয় পাবে ৷

Last Updated : Jul 23, 2021, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.