ETV Bharat / bharat

Droupadi Murmu: দ্রৌপদী মুর্মু ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

author img

By

Published : Jul 13, 2022, 3:53 PM IST

এনডিএ (NDA)-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ভারতের অশুভ দর্শনের (Evil Philosophy of India) প্রতিনিধি বলে কটাক্ষ কংগ্রেস নেতা অজয় কুমারের (Ajoy Kumar) ৷ প্রতিবাদে সরব বিজেপি ৷

congress leader Ajoy Kumar says Droupadi Murmu is Evil Philosophy of India which sparks new Controversy
Droupadi Murmu: দ্রৌপদী মুর্মু ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

নয়াদিল্লি, 13 জুলাই: ভারতের অশুভ দর্শনের (Evil Philosophy of India) প্রতিনিধিত্ব করছেন এনডিএ (NDA)-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা অজয় কুমার (Ajoy Kumar) ৷ তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির ৷ বিজেপি-র বক্তব্য, দ্রৌপদী আদিবাসী হওয়াতেই তাঁকে এ ভাবে আক্রমণ করা হয়েছে ৷ যদিও অজয় কুমারের দাবি, তিনি ব্যক্তি দ্রৌপদীকে উদ্দেশ্য করে কিছু বলছেন না ৷ ইদানীং ভারতে এমন কিছু ঘটনা ঘটছে, যা আদতে অশুভ ইঙ্গিত দিচ্ছে, তিনি তাঁর বক্তব্যে সেটাই তুলে ধরতে চেয়েছেন ৷

কংগ্রেস নেতার বক্তব্য, বিজেপি-র মুখে এক, মনে এক ৷ একদিকে, তারা আদিবাসী, অনগ্রসর শ্রেণির প্রতিনিধিদের বিভিন্ন ক্ষেত্রের 'মুখ' করছে ৷ অন্যদিকে, এই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর অত্যাচার চলছে ৷ এমনকী, যাঁরা বিজেপি-র সহায়তায় এই সব জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে ক্ষমতা ভোগ করছেন, তাঁরাও এ নিয়ে রা কাড়ছেন না !

আরও পড়ুন: Mamata on Draupadi Murmu: ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

নিজের অবস্থান স্পষ্ট করে অজয় কুমার বলেন, "(বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী) যশবন্ত সিনহা (Yashwant Sinha) একজন ভালো প্রার্থী ৷ দ্রৌপদী মুর্মুও একজন উপযুক্ত প্রার্থী ৷ কিন্তু, তিনি ভারতের অশুভ দর্শনের প্রতিনিধিত্ব করছেন ৷ আমাদের ওঁকে আদিবাসী সমাজের প্রতীক হিসাবে ধরে নেওয়া উচিত নয় ৷ রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) (তপশিলি জাতির প্রতিনিধি) ভারতের বর্তমান রাষ্ট্রপতি ৷ অথচ তপশিলি জাতির উপর কত অত্যাচার হচ্ছে ৷ মোদি সরকার মানুষকে বোকা বানাচ্ছে ৷"

কংগ্রেস নেতা অজয় কুমারের অভিযোগ, গত কয়েক বছরেই দেশে তপশিলি জাতিভুক্ত নাগরিকদের অবস্থা সবথেকে খারাপ হয়েছে ৷ এই প্রসঙ্গে অজয় বলেন, দেশে যখন তপশিলি জাতির উপর হিংসা হয়েছে, তখন তার কোনও প্রতিবাদ করেননি রামনাথ কোবিন্দ ৷ বর্তমান রাষ্ট্রপতির এমন অবস্থানের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ৷

তবে, অজয় তাঁর বক্তব্য যেভাবেই উপস্থাপনা করুন না কেন, বিজেপি এর কড়া সমালোচনা করেছে ৷ দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য (Amit Malviya) এই প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে ৷ তিনি আদিবাসী সমাজের একজন মহিলা ৷ এনডিএ-র এই পদক্ষেপ নির্দিষ্ট ভাবে আদিবাসীদের ক্ষমতায়নের পথে একটি পদক্ষেপ ৷ এমন একটি সময়েই কংগ্রেস নেতা তাঁকে অশুভ শক্তি বলে উল্লেখ করেছেন ৷ এর একমাত্র কারণ হল, তিনি আদিবাসী ৷ এটা লজ্জার ৷"

প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই 18তম রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) অনুষ্ঠিত হতে চলেছে ৷ দ্রৌপদী এই নির্বাচনে জিতলে তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.