ETV Bharat / bharat

Kharge over Doklam Siliguri: বিপদে ডোকলাম-শিলিগুড়ি করিডোর, চিন-চর্চা কবে ? প্রশ্ন খাড়গের

author img

By

Published : Dec 17, 2022, 2:31 PM IST

উত্তর-পূর্ব ভারতে ঢোকার প্রবেশপথ ডোকলাম-শিলিগুড়ি করিডোর ৷ চিন এই এলাকায় পৌঁছে গিয়েছে ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য পোস্ট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (China Build up in Doklam Siliguri Corridor) ৷

India China Clash
ETV Bharat

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: চিন-ভারত সীমান্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য টুইট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ চিনের ভারত সীমান্তে হামলার খবর প্রায় রোজ সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে ৷ দিনকয়েক আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে আসার চেষ্টা করে চিনের পিএলএ বাহিনী ৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তা প্রতিরোধ করে ৷ এরপর বর্ষীয়ান কংগ্রেস নেতা চিন নিয়ে চর্চার আবেদন জানালেন প্রধানমন্ত্রী মোদির কাছে (Mallikarjun Kharge tweets over CHINA PE CHARCHA targeting Narendra Modi) ৷

অশীতিপর কংগ্রেস নেতা টুইট করেন, "ডোকলামের 'ঝামপেরি রিজ' পর্যন্ত চিন এগিয়ে এসেছে ৷ এটা ভারতের কৌশলী 'শিলিগুড়ি করিডরের' জন্য বিপজ্জনক ৷ এটাই উত্তরপূর্বের রাজ্যগুলির প্রবেশপথ ৷ এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত দুশ্চিন্তার ৷ নরেন্দ্র মোদিজি, কখন চিন নিয়ে চর্চা করবে ?"

মল্লিকার্জুন খাড়গে টুইটে দু'টি সংবাদপত্রের পৃষ্ঠার ছবি পোস্ট করেন ৷ তাতে একটিতে ডোকলামের কাছে চিনের রোপওয়ে, রাস্তার তৈরির সংবাদ প্রকাশিত হয়েছে ৷ আরেকটিতে জানানো হয়েছে, চিন-ভারত সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (line of actual control) প্রায় রোজই ভারতীয় জওয়ানদের সঙ্গে চিনের পিএলএ বাহিনীর সংঘাত বাধছে ৷ দিনে দিনে তা বাড়ছে ৷ কিন্তু ভারতীয় সেনা আধিকারিকদের এ বিষয়ে আলোচনা বা কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছে ৷

  • Chinese build-up in Doklam upto “Jampheri Ridge” is threatening India’s strategic “Siliguri Corridor” — the gateway to Northeastern States!

    This is of utmost concern for our National Security ! @narendramodi ji,

    When will the nation have . . .

    “CHINA PE CHARCHA” ? pic.twitter.com/eL8JHTftUZ

    — Mallikarjun Kharge (@kharge) December 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চিনা দূতাবাস রাজীব গান্ধি ফাউন্ডেশনকে ১.৩৫ কোটি টাকা দিয়েছে, দাবি অমিত শাহের

9 ডিসেম্বর চিনের পিএলএ (People's Liberation Army) বাহিনীর সেনারা অরুণাচল প্রদেশ সীমান্তে এলএসি দিয়ে ভারতে ঢুকে পড়ে ৷ সেই সময় ভারতীয় জওয়ানরা তাদের পথ রুখে দাঁড়ায় ৷ দু'পক্ষের মধ্যে সংঘাত বাধে ৷ হাতাহাতি হয় বলে জানা গিয়েছে ৷ যদিও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি, ভারতীয় জওয়ানরা তেমন কোনও গুরুতর আঘাত পাননি (India China tawang clash) ৷ এ নিয়ে কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলির তোপের মুখে পড়ে মোদি-সরকার ৷

14 ডিসেম্বর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের দুই কক্ষে একটি বিবৃতি দেন ৷ তাতে তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে ৷ এখন ভারত-চিন দুই পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় আছে ৷ আর কারও প্রাণহানি ঘটেনি ৷ এই হামলার কথা স্বীকার করলেও ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেননি ৷ তাঁর এই বিবৃতিতে বিরোধীরা অসন্তুোষ প্রকাশ করেন এবং অনেকেই ওয়াক অফ করে কক্ষ ছেড়ে বেরিয়ে যান ৷

আরও পড়ুন: তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষে প্রাণহানি ঘটেনি, লোকসভায় বিবৃতি রাজনাথের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.