ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে মহিলা বিচারককে যৌন হেনস্তার ঘটনায় রিপোর্ট তলব প্রধান বিচারপতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 7:41 PM IST

D Y Chandrachud
D Y Chandrachud

Woman Judge Alleges Sexual Harassment: সিনিয়র বিচারকের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ‘সম্মানজনক উপায়ে’ মৃত্যু চেয়েছেন এক মহিলা বিচারক ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে ৷ এই নিয়ে প্রধান বিচারপতি রিপোর্ট তলব করেছেন ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিচারবিভাগের অন্দরে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট তলব করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এই নিয়ে তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এলাহবাদ হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চেয়েছেন ৷

যৌন হয়রানির ওই অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের বান্দা জেলায় নিযুক্ত একজন মহিলা বিচারক ৷ তাঁর অভিযোগ, ওই রাজ্যের বারাবাঁকিতে থাকাকালীন একজন জেলা বিচারকের দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন ৷ তাই তিনি ‘সম্মানজনক উপায়ে’ মৃত্যুর অনুমতি চেয়েছেন ৷ আর সেই অনুমতি চেয়ে তিনি চিঠি পাঠান প্রধান বিচারপতির কাছে ৷ দু’পাতার সেই চিঠি হাতে পাওয়ার পরই প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছেন ৷

ওই মহিলা বিচারকের চিঠিটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে ওই মহিলা লিখেছেন, "আমার আর বাঁচার কোনও ইচ্ছা নেই । গত দেড় বছরে আমাকে একটি মৃতদেহের মতো বেঁচে আছি । এই আত্মাহীন ও প্রাণহীন শরীরকে আর বয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই । আমার জীবনের আর কোনও উদ্দেশ্য বাকি নেই । দয়া করে অনুমতি দিন । আমি একটি সম্মানজনক উপায়ে আমার জীবন শেষ করতে চাই ।"

শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, দেশের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে এই অভিযোগের বিচার কতদূর এগিয়েছে, তা জানতে চেয়েছেন ৷

ওই মহিলা বিচারক এর আগে শীর্ষ আদালতে একটি আবেদন করেছিলেন, যা বিচারপতি হৃষিকেশ রায় ও সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য এসেছিল । বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছিল ৷ বেঞ্চ জানিয়েছিল যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি ইতিমধ্যেই বিষয়টি দেখছে ৷ একটি প্রস্তাবও পাশ হয়েছে, যা এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদনের জন্য মুলতুবি রয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. আদালতের রায় একেবারে অগ্রাহ্য করতে পারে না আইনসভা, মত প্রধান বিচারপতির
  2. 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের
  3. তুচ্ছ কারণে দায়ের জনস্বার্থ মামলা! ক্ষুব্ধ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.