ETV Bharat / bharat

SC on Sexually Explicit YouTube Ads: ইউটিউবে যৌন আবেদনপূর্ণ বিজ্ঞাপনে সমস্যা...তাহলে দেখো না, আবেদনকারীকে বলল সুপ্রিম কোর্ট

author img

By

Published : Dec 9, 2022, 6:56 PM IST

civil-service-aspirant-approaches-supreme court-on-sexually-explicit-youtube-ads
ইউটিউবে যৌন আবেদনপূর্ণ বিজ্ঞাপনে সমস্যা...তাহলে দেখো না, আবেদনকারীকে বলল সুপ্রিম কোর্ট

ইউটিউবে যৌন আবেদনপূর্ণ বিজ্ঞাপন দেখানোর জন্য ক্ষতিপূরণ দাবি করে যে আবেদন করা হয়েছিল, তাকে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট (SC on Sexually Explicit YouTube Ads)৷ বরং আদালতের সময় নষ্ট করার জন্য জরিমানা করা হয়েছে আবেদনকারীকে (Supreme Court)৷

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: খুন, ধর্ষণ, রাহাজানির বাইরে বেরিয়ে হাস্যরসের খোরাক মিলল সুপ্রিম কোর্টে (SC on Sexually Explicit YouTube Ads)৷ সুস্পষ্ট ভাবে যৌন কনটেন্টের বিজ্ঞাপন নিজের পেজে পোস্ট করার জন্য ইউটিউবের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষার এক প্রার্থী (Supreme Court)৷ তাঁর দাবি ছিল, এই বিজ্ঞাপনগুলি তাঁকে পড়াশোনা থেকে বিভ্রান্ত করেছে । তাঁর এই আবেদনের শুনানিতে আদালত যা বলল, তা বেশ মজার ৷

বিচারপতি সঞ্জয় কিষান কৌলের বেঞ্চে শুক্রবার ছিল এই মামলার শুনানি ৷ আদালত কক্ষে নিজে হাজির ছিলেন আবেদনকারী সিভিল সার্ভিস পরীক্ষার প্রার্থী ৷ তিনি আদালতে জানান, ইউটিউবের পেজে ওই যৌন আবেদনপূর্ণ বিজ্ঞাপন দেখে তাঁর পড়াশোনার ক্ষতি হয়েছে ৷ তিনি বিভ্রান্ত হচ্ছেন ৷ তাই এ জন্য ইউটিউবের থেকে ক্ষতিপূরণ দাবি করেন তিনি ৷ তবে বিচারপতি তাঁর আবেদনে গুরুত্ব তো দেনইনি, বরং আদালতের সময় নষ্ট করার জন্য আবেদনকারীকে 25,000 টাকা জরিমানা করেছেন বিচারপতি । তিনি আবেদনকারীকে এই ধরনের বিজ্ঞাপন দেখা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন (Man plea against sex ads told not to watch)৷

আরও পড়ুন: 500-1000 টাকার নোটের বিমুদ্রাকরণ নিয়ে রায় রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট

বিচারপতি সঞ্জয় কিষান কৌল আদালত কক্ষেই আবেদনকারীকে বলেন, "আপনি যদি সেগুলি পছন্দ না করেন, তবে সেই বিজ্ঞাপনগুলি দেখবেন না ৷" আবেদনকারীকে সতর্ক করে বিচারপতি জানান যে, এই ধরনের আবেদনগুলি বিচার বিভাগের জন্য "সময়ের সম্পূর্ণ অপচয়"। বিচারপতি প্রথমে আদালতের সময় নষ্ট করার জন্য আবেদনকারীকে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন ৷ পরে প্রচুর কাকুতি মিনতির পর সেই পরিমাণ কমিয়ে দিলেও, সময় নষ্ট করার জন্য তাঁকে ক্ষমা করতে রাজি হননি বিচারপতি ৷

আবেদনকারী বিচারপতিকে বলেন, "মাফ কর দিজিয়ে (আমাকে ক্ষমা করুন)"৷ জরিমানা কমানোর আর্জি জানান তিনি । জবাবে বিচারপতি বলেন, "খরচ কম কর দুঙ্গা, লেকিন মাফ নহি করুঙ্গা (জরিমানা কমিয়ে দেব কিন্তু ক্ষমা করব না)৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.