ETV Bharat / bharat

China Skipped G-20 Meet: চিন-ভারত সীমান্ত বিবাদের ছায়া জি-20 বৈঠকে, অরুণাচলের মিটিং এড়াল চিন

author img

By

Published : Mar 27, 2023, 10:04 PM IST

অরুণাচল প্রদেশে আয়োজন করা হয়েছিল জি-20 গোষ্ঠীর একটি বৈঠকের ৷ সেই বৈঠকে যোগ দেয়নি চিন (China Skips G-20 meet) ৷

Etv Bharat
ফাইল ছবি

নয়াদিল্লি, 27 মার্চ: অরুণাচল প্রদেশে আয়োজিত জি-20 গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিল না চিন ৷ মনে করা হচ্ছে অরুণাচলের তাওয়াং এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে যে সীমান্ত বিবাদ চলছে সে কারণেই এখানে আয়োজিত এই বৈঠক এড়িয়ে গেল চিন ৷ উল্লেখ্য, অরুণাচলের কিছু অংশ এখনও তাদের প্রাপ্য বলে মনে করে চিন ৷ বিষয়টি নিয়ে বহুবার বিবাদেও জড়িয়েছে ভারত ও চিন ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লিতে জি-20 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে হাজির ছিলেন চিনের বিদেশমন্ত্রী ৷ তাঁর সঙ্গে কথাও হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ৷ কিন্তু অরুণাচলে আয়োজিত এবারের বৈঠকে চিন অংশ না-নেওয়ায় বিষয়টি নয়া মাত্রা পেয়েছে ৷ মনে করা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যকে নিয়ে নিজেদের দাবিতে যে তারা অনড় সেই বার্তা দিতেই এই বৈঠক এড়িয়ে গেল বেজিং (China Skipped G 20 Meet in Arunachal Pradesh) ৷

যদিও এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, আন্তর্জাতিক মঞ্চে চিন অরুণাচল নিয়ে বার্তা দিতে চাইবে সেটাই স্বাভাবিক ৷ কিন্তু বিতর্কিত আকসাই চিনে সে দেশের কোনও নেতার যাওয়া নিয়ে ভারত কোনও আপত্তি জানায় না (India-China border issue) ৷ তবে চিনের এই বার্তায় বিষয়টি আবার নয়া মাত্রা পেল ৷

আরও পড়ুন: গোয়েন্দা বিভাগের মদতে অমৃতপাল সিংকে ধরতে নেপালে পঞ্জাব পুলিশ

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন বসার কথা ৷ তার আগে এই এক বছর এই গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত ৷ শীর্ষ বৈঠকের আগে দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে জি-20 এর সদস্যদের নিয়ে বসছে ছোট ছোট বৈঠক ৷ সেরকমই, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজনের দায়িত্ব পেয়েছিল অরুণাচল প্রদেশ ৷

আরও পড়ুন: কিছুটা স্বস্তি, সাতটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.