ETV Bharat / bharat

Shahid Mahmood: লস্কর নেতা শাহিদ মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিন !

author img

By

Published : Oct 19, 2022, 12:54 PM IST

Updated : Oct 19, 2022, 12:59 PM IST

আবারও এক জঙ্গি নেতার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর (Global Terrorist) তকমা দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল চিন (China) ৷ রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার নেতা শাহিদ মেহমুদকে (Shahid Mahmood) আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাবে বাধা দিল চিন ৷

China puts on hold proposal to list Pak based LeT terrorist Shahid Mahmood as global terrorist
Shahid Mahmood: লস্কর নেতা শাহিদ মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিন !

রাষ্ট্রসঙ্ঘ, 19 অক্টোবর: পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার নেতা শাহিদ মেহমুদকে (Shahid Mahmood) আন্তর্জাতিক সন্ত্রাসবাদী (Global Terrorist) হিসাবে ঘোষণা করার সিদ্ধান্তে এখনই সিলমোহর দিতে নারাজ চিন (China) ৷ রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে শাহিদ মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে ঘোষণা করার প্রস্তাব এনেছিল ভারত ও আমেরিকা ৷ এই বিষয়ে বেজিং তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে ৷ তবে, চিনের এমন আচরণ নতুন কিছু নয় ৷ এই নিয়ে চতুর্থবার কোনও জঙ্গিকে কালো তালিকাভুক্ত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল তারা ৷

অন্যদিকে, আমেরিকা 2016 সালেই শাহিদ মেহমুদ এবং অন্য এক লস্কর নেতা মহম্মদ সরওয়ারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে ৷ সেই সময় মার্কিন প্রশাসনের তরফে এক উচ্চপদস্থ আধিকারিক বলেছিলেন, "এই দুই লস্কর নেতা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর জন্য অর্থের জোগান অব্যাহত রাখতে সবরকম সহযোগিতা করে চলেছেন ৷"

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইউক্রেন ইস্যুতে কাশ্মীর টানল পাকিস্তান, পড়শিকে তুলোধনা ভারতের

শাহিদ মেহমুদকে নিয়ে চিনের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ রাষ্ট্রসংঘে তারা যখন তাদের সিদ্ধান্তকে স্থগিত রেখেছে, ঠিক সেই সময়েই ভারত সফরে এসেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) ৷ 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা ৷ সেই হামলায় নিহত হন 160 জনেরও বেশি ৷ আহত হন আরও অসংখ্য মানুষ ৷ 26/11-এর সেই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতে এসেছেন গুতেরেস ৷

প্রসঙ্গত, 2020 সালে বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীর মোট 18 জন নেতাকে ইউএপিএ আইনের আওতায় এনে তালিকাভুক্ত করেছে ভারত ৷ এঁদের মধ্যে রয়েছেন লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদীন, জৈশ-ই-মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদীন এবং দাউদ ইব্রাহিমের দলভুক্ত কয়েক নেতা ৷ সেই তালিকায় শাহিদ মেহমুদ ওরফে শাহিদ মেহমুদ রেহমাতুল্লাহরও নাম রয়েছে ৷ সূত্রের দাবি, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের প্রধান হলেন এই শাহিদ মেহমুদ ৷ যা আদতে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবারই একটি শাখা ৷

Last Updated : Oct 19, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.