ETV Bharat / bharat

China PLA abducts Indian : অরুণাচলে ভারতীয় কিশোরকে অপহরণ চিন সেনার, দাবি সাংসদের

author img

By

Published : Jan 20, 2022, 8:24 AM IST

Sh Miram Taron
মিরাম তারোন

অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তবর্তী অঞ্চল নিয়ে দু'দেশের মধ্যে বিতর্ক চলছে ৷ এবার পিএলএ বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ৷ ভারতীয়কে অপহরণ করেছে চিনের সেনাবাহিনী (China PLA abducts Indian) ৷

লুংগটা জোর (অরুণাচল প্রদেশ), 20 জানুয়ারি : ভারতের সীমানায় ঢুকে এক কিশোরকে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ ৷ এমনই গুরুতর অভিযোগ করেছেন অরুণাচল-পূর্ব জেলার সাংসদ তাপির গাও ৷ বুধবার তিনি একটি টুইট করে জানান, চিনের পিএলএ বাহিনী 17 বছরের এক কিশোরকে তুলে নিয়ে গিয়েছে (China PLA abducts Indian) ৷

তাপির গাও টুইটারে লেখেন, "জিডো ভিল অঞ্চলের 17 বছর বয়সি মিরাম তারোনকে অপহরণ করেছে চিনের পিএলএ বাহিনী ৷ অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার সিয়ুংগলা এলাকার মধ্যে বিশিং গ্রাম ৷ এর অন্তর্গত লুংগটা জোর এলাকার মধ্যে ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে ৷ গতকাল 18 জানুয়ারি এই ঘটনা ঘটেছে ৷" তিনি জানান, 2018 সালে এই লুংগটা জোর এলাকায় চিন 3-4 কিমি রাস্তা তৈরি করে ফেলেছে ৷ ওই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করেছেন তাপির গাও ৷

আরও পড়ুন : India-China talks focused on disengagement: ভারত-চিনের 13 ঘণ্টার বৈঠকে হট স্প্রিংয়ে সেনা সরানোয় জোর

জানা গিয়েছে, অপহৃত কিশোর মিরাম তারোনের এক বন্ধু চিনা সেনার হাত থেকে পালিয়ে যায় ৷ জনি ইয়াইয়িং নামে ওই কিশোর স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় ৷ তারপরই টুইট করে বিষয়টি জানান সাংসদ ৷ তাপির গাও কেন্দ্রীয় সরকারের সব তদন্তকারী সংস্থাকে অনুরোধ করেছেন, যাতে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় ৷ 2020 সালের সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলা থেকে পাঁচটি ছেলেকে অপহরণ করেছিল চিন সেনা ৷ প্রায় এক সপ্তাহ পরে তাদের ছেড়ে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.