ETV Bharat / bharat

Legal Notice to NYT over Pegasus Report : পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস

author img

By

Published : Feb 3, 2022, 10:04 AM IST

Pegasus latest news
পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস আইনজীবীর

পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস পাঠালেন চেন্নাইয়ের আইনজীবী এম শ্রীনিবাসন (Legal Notice to NYT over Pegasus Report) ৷

চেন্নাই, 3 ফেব্রুয়ারি: পেগাসাস নিয়ে তদন্তকারী প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে পাঠানো হল আইনি নোটিস (Chennai advocate sends legal notice to New York Times over Pegasus report) ৷ চলতি বছর 28 জানুয়ারি পেগাসাস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য তাদের আইনি নোটিস পাঠিয়েছেন চেন্নাইয়ের আইনজীবী এম শ্রীনিবাসন (Legal Notice to NYT over Pegasus Report) ৷

2017 সালে 200 কোটি মার্কিন ডলারের বিনিময়ে ইজরায়েলের থেকে স্পাইওয়্যার পেগাসাস (New York Times report on Pegasus) কিনেছিল ভারত ৷ নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করে নিউ ইয়র্ক টাইমস, যা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশজুড়ে ৷ এই নিয়ে বিরোধীদের চোখা চোখা মন্তব্যের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ সেই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী বলেছেন, 31 জানুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ক্ষমা চেয়ে সেই নোটিসের জবাব দিতে হবে মার্কিন সংবাদপত্রকে ৷ নইলে তাঁদের 100 কোটি টাকা ক্ষতিপূরণের মুখে পড়তে হবে ৷

আরও পড়ুন: Budget Session 2022 : পেগাসাসে তপ্ত হবে বাজেট অধিবেশন, প্রকাশ্যে কংগ্রেসের পরিকল্পনা

আইনি নোটিসে ওই আইনজীবী বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং ইজরায়েলের (India Israel) এনএসও গ্রুপও সেটিকে বৈধতা দেয়নি ৷ প্রতিবেদনটিকে অনিষ্টকারী ও বিদ্বেষপূর্ণ বলেও নোটিসে দাবি করেছেন এম শ্রীনিবাসন ৷ প্রতিবেদনে বলা হয়েছে যে, কূটনৈতিক সুবিধে পেতে ইজরায়েল পেগাসাসকে ব্যবহার করেছিল ৷ এই সফটওয়্যার কেনার সঙ্গে রাষ্ট্রসংঘে ইজরায়েলের পক্ষে ভারতের ভোটদানের বিষয়টি জড়িত ছিল ৷ নোটিসটি প্রতিবেদনের এই অংশটি উল্লেখ করে তাকে সর্বৈব ভুল বলে দাবি করেছেন ওই আইনজীবী ৷

তিনি বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সেই সময় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন ৷ এর থেকে প্রমাণ হয় যে প্রতিবেদনটি ভারতের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে ৷

আরও পড়ুন: Chidambaram attacks Centre Over Pegasus: 2024 ভোটের আগে আরও আধুনিক স্পাইওয়্যার ! পেগাসাস রিপোর্টে কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের

শ্রীনিবাসনের কথায়, "ই-মেইলের মাধ্যমে ইতিমধ্যেই একটি আইনি নোটিস পাঠিয়েছি ৷ এক সপ্তাহের মধ্যে জবাব আশা করছি ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে তারা জবাব না দিলে, দেশের বিরুদ্ধে লেখা এই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.