ETV Bharat / bharat

Char Dham Yatra: করোনা বাগে আসতেই চার ধামে রেকর্ড ভিড়

author img

By

Published : Nov 20, 2022, 4:19 PM IST

করোনার প্রকোপ কমার পরই ভিড়ের নয়া রেকর্ড তৈরি করল চার ধাম যাত্রা (Char Dham Yatra) ৷ দেবভূমি দর্শনে এলেন 46 লক্ষ 81 হাজার 131 ভক্ত ৷

Char Dham Yatra marks Record Crowd after Corona Graph Decreased
Char Dham Yatra: করোনা বাগে আসতেই চার ধামে রেকর্ড ভিড়

দেহরাদুন, 20 নভেম্বর: করোনার প্রকোপ বাগে আসতেই রেকর্ড ভিড়ের সাক্ষী থাকল উত্তরাখণ্ডের (Uttarakhand) চার ধাম (Char Dham Yatra) ৷ সরকারি তথ্য বলছে, এবছর মোট 46 লক্ষ 81 হাজার 131 জন তীর্থযাত্রী চারধামে আসেন ৷ 2019 সালে এই সংখ্যাটা ছিল 32 লক্ষ 40 হাজার 882 ৷ ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, চার ধাম দর্শন করলেই সব পাপ ধুয়ে যায় ! একইসঙ্গে, ওই পুণ্যার্থীর আত্মা জীবন ও মৃত্যুর বন্ধন থেকেও চিরতরে মুক্তি লাভ করে ! প্রসঙ্গত, এই চার ধাম হল, গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী, যমুনার উৎস যমুনোত্রী, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং চামোলির বদ্রীনাথ ৷

গঙ্গোত্রী ধাম: উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় অবস্থিত গঙ্গোত্রী ধামের দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয় গত 3 মে ৷ ওই দিন ছিল অক্ষয় তৃতীয়া ৷ এর 6 মাস পর গত 26 অক্টোবর গঙ্গোত্রীর মন্দিগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ পৌরাণিক বিশ্বাস অনুসারে, শীতের মরশুমে দেবী গঙ্গা মুখবা গ্রামে চলে যান এবং সেখানেই অধিষ্ঠান করেন ৷ দেবীর এই রূপ হল গঙ্গোত্রীর কুমারী ৷ উল্লেখ্য, এ বছর গঙ্গোত্রী ধামে আসেন 6 লক্ষ 24 হাজার 516 জন ভক্ত ৷

আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদি, সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভা

যমুনোত্রী ধাম: উত্তর কাশী জেলাতেই রয়েছে যমুনোত্রী ধাম ৷ এখানেও অক্ষয় তৃতীয়ার দিন থেকে দর্শনার্থীদের যাতায়াত শুরু হয় ৷ পরবর্তীতে শীতের সময় মন্দির বন্ধ করা হয় ৷ ভক্তদের বিশ্বাস, শীতের সময় দেবী যমুনা থাকেন খরসালি গ্রামে ৷ কিংবদন্তি অনুসারে, যমুনোত্রীর মন্দিরটি ঊনবিংশ শতাব্দীতে যমুনার উৎসস্থলে নির্মিত হয়েছিল ৷ সেখানেই প্রাথমিকভাবে দেবীর পুজো করা হত ৷ এবছর যমুনোত্রী দর্শনে আসেন 4 লক্ষ 85 হাজার 688 জন ৷

কেদারনাথ ধাম: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ ধাম ৷ এবারের মরশুমে কেদারনাথেও রেকর্ড ভিড় হয়েছে ৷ মন্দির দর্শনে আসেন 15 লক্ষ 63 হাজার 278 জন ভক্ত ৷

বদ্রীনাথ ধাম: উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ ধাম ৷ ভক্তরা বিশ্বাস করেন, এই মন্দিরেই বাস করেন ভগবান বদ্রী বিশাল ৷ পৌরাণিক বিশ্বাস অনুসারে, শ্রী হরি বিষ্ণুজির দেবদোলি, যাকে ভূ-বৈকুণ্ঠ বলা হয়, শীতকালে পাণ্ডুকেশ্বরের যোগ ধ্যান বদ্রী মন্দিরে স্থানান্তরিত হয় ৷ এবার বদ্রীনাথ ধাম দর্শনে এসেছেন 17 লক্ষ 60 হাজর 449 জন ভক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.