ETV Bharat / bharat

Chandrayaan-3 Pragyan Rover: চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 3:54 PM IST

Updated : Aug 25, 2023, 10:54 PM IST

Chandrayaan-3 Pragyan Rover ramped down to Lunar surface: বুধবার সন্ধ্যায় চাঁদের মাটি ছুঁয়েছে বিক্রম ল্যান্ডার ৷ এই ল্যান্ডার থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ৷ এই রোভারই চন্দ্রপৃষ্ঠে গবেষণা চালাবে ৷

Chandrayaan-3 Pragyan Rover
Chandrayaan-3 Pragyan Rover

চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার

হায়দরাবাদ, 25 অগস্ট: বুধবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ৷ এবার সেই ল্যান্ডের ভিতর থেকে বেরিয়ে চাঁদের পৃষ্ঠে নামল প্রজ্ঞান রোভার ৷ শুক্রবার সকাল 11টা 1 মিনিটে সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রজ্ঞান রোভারের চাঁদের পৃষ্ঠ ছোঁয়ার তথ্য জানানো হয়েছে ইসরোর তরফে ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে প্রজ্ঞান রোভার কীভাবে বিক্রম ল্য়ান্ডার থেকে বেরিয়ে চাঁদের পৃষ্ঠে নেমে যাচ্ছে ৷

প্রজ্ঞান রোভারের ওজন 26 কেজি ৷ সেটি বিক্রম ল্যান্ডারের একটি সাইড প্যানলকে ব়্যাম্প হিসেবে ব্যবহার করে চাঁদের পৃষ্ঠে নেমেছে ৷ আপাতত এই রোভারের কাজ ছ’টি চাকার সাহায্যে চাঁদের মাটিতে ঘোরা ৷ চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের রাসায়িনক বিশ্লেষণ চালানো ৷ চাঁদের মাটিতে এই রোভার গবেষণা চালাবে পেলোডস এপিএক্সএস (আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার)-এর সাহায্যে ৷ এটি দেখবে চাঁদের মাটি ও পাথরে কী ধরনের উপাদান রয়েছে ৷ আর তা চিহ্নিত করার চেষ্টা করবে ৷

আরও পড়ুন: চন্দ্রযানের ক্রিয়াকলাপ, সিস্টেম সব স্বাভাবিক; জানাল ইসরো

ওই রোভারে আরও একটি পেলোড আছে ৷ যার নাম লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস) ৷ এই পেলোডের সাহায্যে ওই রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে বিভিন্ন রাসায়নিক সংমিশ্রণ খুঁজে বের করবে ৷ চাঁদে থাকা খনিজের ধরন বোঝার চেষ্টাও করবে ৷ ইসরো আধিকারিকদের থেকে জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর চারিদিক যেহেতু বেশি অন্ধকারাচ্ছন্ন ৷ তাই সেখানে জল থাকার সম্ভাবনা অনেক বেশি ৷ সেটাও এই প্রজ্ঞান রোভার খুঁজে দেখবে ৷

এই গবেষণায় যে তথ্য উঠে আসবে, তা প্রথমে রোভার থেকে ল্যান্ডারের কাছে আসবে ৷ তার পর সেটা পৃথিবীতে ইসরোর কাছে আসবে ৷ তখনই এই নিয়ে বিস্তারিত তথ্য পাবেন এই মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা ৷ তার পর তা জানতে পারবে সারা বিশ্ব ৷ কারণ, ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পেরেছে ৷ তাই ইসরো যা তথ্য পাবে, বিশ্বের আর কোনও মহাকাশ গবেষণা সংস্থার কাছে নেই ৷ ফলে চাঁদের দক্ষিণ মেরুতে কী আছে, তা জানার জন্য উৎসুক সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা ৷

উল্লেখ্য, 2019 সালে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর চেষ্টা করেছিল ইসরো ৷ কিন্তু সেবার সাফল্য আসেনি ৷ তার পরবর্তী চার বছর ধরে ইসরো চন্দ্রযান-3 মিশন সফল করার জন্য কাজ চালিয়ে গিয়েছে ৷ গত 24 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-3 এর উৎক্ষেপণ হয় ৷ তার পর গত বুধবার, 23 অগস্ট সন্ধ্যা 6টা 3 মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ৷ সেই অবতরণের সময়ের ছবি আগেই প্রকাশ্যে এনেছিল ইসরো ৷ এবার প্রজ্ঞান রোভারের চাঁদের মাটিতে নামার ভিডিয়ো প্রকাশ্য়ে আনল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের

Last Updated :Aug 25, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.