ETV Bharat / bharat

Chandrababu Naidu: জেলের গরমে অ্যালার্জির সমস্যায় চন্দ্রবাবু, সংশোধনাগারে গিয়ে দেখে এলেন চিকিৎসকরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 10:14 PM IST

দুর্নীতি মামলায় ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গরমে অ্যালার্জির সমস্যায় কষ্ট পাচ্ছেন ৷ কমেছে তাঁর ওজন ৷ রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে গিয়ে তাঁকে দেখে এলেন চিকিৎসকরা ৷

ETV Bharat
চন্দ্রবাবু নাইডু

হায়দরাবাদ, 13 অক্টোবর: দুর্নীতি মামলায় ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি) এর সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু বর্তমানে রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে বন্দি ৷ জানা গিয়েছে সেখানে তিনি স্কিন অ্যালার্জিজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন ৷ প্রবল গরম ও বদ্ধ পরিবেশের জন্য সেখানে চন্দ্রবাবুর এই সমস্যা দেখা গিয়েছে বলে জানা গিয়েছে ৷ সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই চন্দ্রবাবুর এই অসুস্থতা প্রসঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালকে জানানো হয়েছে ৷ হাসপাতাল থেকে একটি মেডিক্যাল দল গিয়ে ইতিমধ্যেই চন্দ্রবাবুকে পরীক্ষা করে দেখে এসেছে ৷

চন্দ্রবাবুর পরিবার ও সমর্থকদের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ টিডিপি প্রধান এক মাসেরও বেশি সময় ধরে রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে নয়ছয়ের মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ ৷ অভিযোগ, কয়েকদিন আগে সংশোধনাগার কর্তৃপক্ষকে তাঁর শারীরিক দুর্বলতার কথা জানিয়েছিলেন চন্দ্রবাবু, কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ ৷ মনে করা হচ্ছে প্রবল গরমের কারণেই অ্যালার্জিজনিত সমস্যা হয়েছে এই প্রবীণ রাজনীতিবিদের ৷ বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে নাইডু তা সংশোধনাগার কর্তৃপক্ষকে বলতে বাধ্য হয়েছেন ৷

জানা গিয়েছে, শুক্রবার সরকারি হাসপাতাল থেকে একটি মেডিক্যাল দল চন্দ্রবাবুকে দেখতে রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে যায় ৷ বিকেল 5টা থেকে সন্ধ্যা সাড়ে 6টা পর্যন্ত তাঁরা চন্দ্রবাবুকে পরীক্ষা করেন ৷ তবে হাসপাতাল থেকে বেরনোর সময় এদিন চিকিৎসকরা চন্দ্রবাবুর শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তাঁর হাত, বুক ও গলায় প্রদাহ হয়েছে বলে খবর ৷ এই প্রসঙ্গে জেলের সুপারভাইজার ইনচার্জ রাজকুমার জানিয়েছেন, স্কিন অ্যালার্জির জন্য তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা ৷ তাঁরা যা ওষুধ দিতে বলেছেন তা চন্দ্রবাবুকে দেওয়া হবে ৷ সংশোধনাগারের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এদিন একটি মেডিক্যাল বুলেটিনও প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়েছে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই ৷

আরও পড়ুন: তামিলনাড়ুর জন্য সেকেন্ডে 3,000 কিউসেক, নয়া নির্দেশে অব্যাহত কাবেরীর জলবণ্টন দ্বন্দ্ব

তবে সূত্রের খবর, এই কদিনে চন্দ্রবাবুর ওজন অনেক কমে গিয়েছে ৷ বিষয়টি চিকিৎসকরাও খেয়াল করেছেন ৷ তাঁরা সতর্ক করেছেন এভাবে ওজন কমা ও ডিহাইড্রেশন অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনতে পারে ৷ তাঁর পরিবারের অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশে জেল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.