ETV Bharat / bharat

Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র

author img

By

Published : Sep 22, 2021, 9:24 PM IST

Covid Death
করোনায় মৃতের পরিবারকে 50 ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

সরকারি গাইডলাইন মেনে যাঁদের কোভিডে মৃত্যু হয়েছে বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের নিকট আত্মীয় বা পরিবারকে কেবলমাত্র ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ত্রাণকার্যে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : করোনা মহামারির গ্রাসে বিশ্ব ৷ ব্যক্তিক্রম নয় ভারত ৷ এখনও পর্যন্ত কোভিড-19 দেশে 4 লক্ষ 45 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কী দেওয়া হবে, তা নির্ধারণ করতে কেন্দ্রীয় সরকারকে বারবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন্দ্র এ নিয়ে গড়িমসি করায় 3 সেপ্টেম্বর অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত। এর পরই বুধবার কেন্দ্রের তরফে করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের পরিমাণ সুপ্রিম কোর্টে জানানো হয় ৷

কেন্দ্রের তরফে এদিন শীর্ষ আদালতকে জানানো হয়, করোনায় মৃত ব্যক্তির পরিবার বা তাঁদের নিকট আত্মীয়কে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটি এই ক্ষতিপূরণ দেবে বলেও কেন্দ্র সুপারিশ করেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ভবিষ্যতেও যদি কেউ মারা যান, তাঁদের পরিবার-পরিজনকেও এই ক্ষতিপূরণের দেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷

ত্রয়োদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বিপর্যয় মোকাবিলা আইনের ধারায় গড়ে তোলে হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল। এই তহবিলে প্রতি অর্থ-বর্ষে দু'কিস্তিতে কেন্দ্র টাকা দেয়। রাজ্যের ক্ষেত্রে 75 শতাংশ অর্থ দেয় কেন্দ্র । কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র 90 শতাংশ অর্থই এই তহবিলে দেয়।

আরও পড়ুন : 186 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু

গত জুনেই কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে। সেই অর্থ এবার বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের মাধ্যমে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷ সরকারি গাইডলাইন মেনে যাঁদের কোভিডে মৃত্যু হয়েছে বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের নিকট আত্মীয় বা পরিবারকে কেবলমাত্র ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ত্রাণকার্যে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.