ETV Bharat / bharat

আগামী বছর মহাকাশ গবেষণায় কী কী পরিকল্পনা রয়েছে ইসরোর, রাজ্যসভায় জানাল কেন্দ্র

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 9:15 PM IST

Indian Space Research Organisation
Indian Space Research Organisation

Indian Space Research Organisation: 2023 সালে চন্দ্রযান ও সূর্যকে পর্যবেক্ষণের জন্য আদিত্য এল1 নিয়ে সাফল্য পেয়েছে ইসরো ৷ এছাড়াও একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আগামী বছর তাদের কী কী মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে, বৃহস্পতিবার তা রাজ্যসভায় বিস্তারিতভাবে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আগামী বছর 6টি পিএসএলভি, তিনটি জিএসএলভি ও একটি বাণিজ্যিক লঞ্চ ভেহিক্যাল মার্ক-3 ইসরো থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ এ দিন সংসদের উচ্চকক্ষে এই তথ্য লিখিত আকারে পেশ করেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ একটি প্রশ্নের উত্তরে তিনি এই লিখিত বয়ান পেশ করেছেন ৷

সেখানে জানানো হয়েছে যে ইসরো তার নতুন উৎক্ষেপণ যান এসএসএলভি-এর তৃতীয় ডেভেলপমেন্ট ফ্লাইটে একটি প্রযুক্তি প্রদর্শন উপগ্রহও উৎক্ষেপণ করবে । গগনযান প্রোগ্রামের অধীনে দু’টি মনুষ্যবিহীন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ৷ ওই অভিযানে দেখে নেওয়া হবে গগনযান প্রোগ্রামে প্রকৃত ফ্লাইটে অরবিটাল মডিউল কী এবং এতে মানুষ পাঠাতে গেলে ঠিক কোন কোন দিকে বেশি নজর দিতে হবে ৷

তিনি আরও জানান, অতিরিক্তভাবে একটি পরীক্ষামূলক যান ব্যবহার করে একাধিক সাব-অরবিটাল মিশনও করা হবে ৷ সেখানে প্রয়োজন পড়লে গগনযান থেকে মহাকাশচারীরা কীভাবে বেরিয়ে আসতে পারবেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

ইসরো উইংড বডি পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিক্যালের দু’টি স্বয়ংক্রিয় রানওয়ে ল্যান্ডিং পরীক্ষাও করবে 2024 সালে ৷ আর একটি জিস্যাট 20 কমিউনিকেশন স্যাটালাইটও পাঠাবে ৷ এটি বাণিজ্যিক মিশন৷ এই মিশনের জন্য নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল-এর সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ৷

ছ’টি পিএসএলভি মিশনের মাধ্যমে একটি স্পেস সায়েন্স স্যাটালাইট, একটি আর্থ অবজারভেশন স্যাটালাইট (পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ), দু’টি প্রযুক্তি প্রদর্শন মিশন এবং এনএসআইএল দ্বারা দু’টি বাণিজ্যিক মিশন উৎক্ষেপণ করা হবে ।

তিনটি জিএসএলভি মিশনের মাধ্যমে একটি মেটেরোলজি স্যাটালাইট (আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য), একটি নেভিগেশন স্যাটালাইট এবং নাসা-ইসরোর যৌথ উদ্যোগে একটি সিন্থেটিক অ্যাপারচার রাডার স্যাটালাইট উৎক্ষেপণ করা হবে ৷ আর এলভিএম3 উৎক্ষেপণ হবে এনএসআইএল-এর একটি বাণিজ্যিক মিশনের জন্য ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  2. গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1
  3. শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.