Farm Laws Repeal : একমাত্র সংসদই পারে কৃষি আইন বাতিল করতে, দাবি বিশেষজ্ঞদের

author img

By

Published : Nov 19, 2021, 2:12 PM IST

central government has to bring a bill in the parliament to repeal three farm laws, says experts

আইন প্রণয়নের পর তা বাতিল করার এক্তিয়ার একমাত্র সংসদেরই আছে ৷ তাই কৃষি আইন বাতিল করতে হলেও সংসদে পাল্টা রিপিল বিল আনতে হবে ৷ এটাই সাংবিধানিক নিয়ম ৷ কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর : বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার জন্য সংসদে বিল পেশ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে ৷ এমনটাই বলছেন সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা ৷ শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) জানান, নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে ৷ সাংবিধানিক নিয়ম মেনেই এই কাজ করা হবে ৷ চলতি মাসেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৷ এই অধিবেশনেই গোটা প্রক্রিয়া সেরে ফেলবে সরকার ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

কেন্দ্রের এই পদক্ষেপ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় আইনসচিব পি কে মালহোত্রার (P K Malhotra) মন্তব্য, ‘‘সংবিধান অনুসারে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের যতটা ভূমিকা থাকে, কোনও আইন প্রত্যাহার বা বাতিল করতে হলেও সংসদকে সেই ভূমিকা পালন করতে হয় ৷’’ প্রাক্তন কেন্দ্রীয় আইনসচিব জানান, নিয়ম মাফিক কৃষি আইন বাতিল করতে হলে সরকারকে তা বিল আকারে সংসদে পেশ করতে হবে ৷ তিনি বলেন, ‘‘আইন বাতিল করতে হলে পাল্টা রিপিল বিল সংসদে পেশ করতে হয় ৷ সেটাই নিয়ম ৷ যখনই এই রিপিল বিল পাস হয়ে যাবে, তখন সেটিও আইন হিসাবেই গণ্য করা হবে ৷’’

একই নিয়মের কথা জানিয়েছেন লোকসভার প্রাক্তন মহাসচিব পি ডি টি আচার্য (P D T Acharya) ৷ তিনি বলেন, ‘‘এছাড়া দ্বিতীয় আর কোনও উপায় নেই ৷’’ তবে তিনটি আইন প্রত্যাহার করার জন্য আলাদা আলাদা তিনটি বিল আনার প্রয়োজন নেই ৷ একটি ‘রিপিল বিল’-এর মাধ্যেমেই সংশ্লিষ্ট তিনটি আইন বাতিল করা যেতে পারে ৷ একইসঙ্গে, সরকার কেন এই তিনটি আইন প্রত্যাহার করতে চাইছে, তার উদ্দেশ্য এবং কারণ কী, বিবৃতি প্রকাশ করে সরকার পক্ষ তা সকলকে জানাতে পারে ৷

প্রসঙ্গত, যে তিন কৃষি আইন নিয়ে এত হইচই, এখনও পর্যন্ত সরকার তা কার্যকর করে উঠতে পারেনি ৷ তবে সংসদ যে বিল পাস করে সেগুলি আইনে পরিণত করেছে, সেকথা সত্যি ৷ রাষ্ট্রপতি তাতে স্বাক্ষরও করে দিয়েছেন ৷ তাই একমাত্র সংসদ ছাড়া আর কারও পক্ষেই এই আইন বাতিল করা সম্ভব নয় ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra: আসন্ন নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কৃষি আইন প্রত্যাহার মোদির : প্রিয়াঙ্কা

এদিন মোদি তাঁর ভাষণে বলেন, কৃষকদের স্বার্থেই এই তিনটি আইন প্রণয়ন করা হয়েছিল ৷ একইসঙ্গে তাঁর আক্ষেপ, সরকার কৃষকদের একাংশকে নয়া আইনের প্রয়োজনীয়তা বোঝাতে পারেনি ৷ এর জন্য প্রধানমন্ত্রী এদিন ক্ষমাও চেয়ে নেন ৷ তিনি বলেন, ‘‘আমি আপনাদের জানাতে চাই আমরা নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি ৷ চলতি মাসেই সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে ৷ সেই অধিবেশনেই সাংবিধানিক নিয়ম মেনে কৃষি আইন প্রত্য়াহারের প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.