Rakesh Tikait on Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

author img

By

Published : Nov 19, 2021, 1:22 PM IST

Updated : Nov 19, 2021, 6:53 PM IST

Protest will end when farm laws repealed in Parliament says Rakesh Tikait

সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান বিক্ষোভ উঠবে না বলে জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের এই নেতা ৷ অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারকে স্বাগত জানালেও, রাকেশ টিকায়েতের সুরেই কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল সংযুক্ত কিষান মোর্চা ৷

গাজিয়াবাদ, 19 নভেম্বর : দিল্লির সীমানা থেকে এখনই কৃষকদের আন্দোলন প্রত্যাহার করা হবে না ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না কৃষক বিরোধী তিনটি আইন সংসদে প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কৃষকদের আন্দোলন চলবে ৷ তবে, 40টি কৃষক সংগঠনকে নিয়ে গঠিত সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷ এনিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সংযুক্ত কিষান মোর্চা ৷ যেখানে বলা হয়েছে, কৃষি আইন প্রত্যাহার নিয়ে কেন্দ্রের নেওয়া সবরকম পদক্ষেপের উপর তারা নজর রাখবে এবং দ্রুত বৈঠক করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে ৷ প্রসঙ্গত, আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তবে, কেন্দ্র পিছু হটলেও কৃষক সংগঠনগুলি এখনই আন্দোলন প্রত্যাহারের পথে যাবে না বলে জানিয়ে দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে রাকেশ টিকায়েত বলেন, ‘‘সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান বিক্ষোভ চলবে ৷ সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যও সরকারকে ঘোষণা করতে হবে ৷ এনিয়ে আজ সংযুক্ত কিষান মোর্চা বৈঠকে বসবে ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

কেন্দ্রীয় সরকারের পিছু হটার কারণ জানিয়ে টিকায়েত বলেন, ‘‘গত একবছরে দেশজুড়ে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ তাই নিজেদের মুখ বাঁচাতে বাধ্য হয়ে পিছু হটেছে মোদি সরকার ৷’’ এদিন সকালে এনিয়ে একটি টুইটও করেন রাকেশ টিকায়েত ৷ সেখানেও একই কথা বলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা ৷ তিনি বলেন, ‘‘এখনই আন্দোলন তুলে নেওয়া হবে না ৷ আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব, যেদিন সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হবে ৷ আর সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হবে ৷ আর সরকারকে অন্যান্য সমস্যাগুলি নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলতে হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

তবে, রাকেশ টিকায়েতকে যতটা না আগ্রাসী মনোভাব নিতে দেখা গিয়েছে ৷ তার থেকেও বেশ কঠোর মনোভাব দেখিয়েছে 40টি কৃষক সংগঠনকে নিয়ে তৈরি সংযুক্ত কিষান মোর্চা’ ৷ সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে,কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের উপরেও তারা নজর রাখবে বলে জানানো হয়েছে ৷ সেই মতো সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মোর্চার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং সেইসঙ্গে যথাযথ সংসদীয় পদ্ধতির মাধ্যমে ঘোষণা কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা হবে ৷ এটা যদি সত্যি হয় ! তবে, ভারতের কৃষকদের একবছর ধরে চলা এই আন্দোলনের ঐতিহাসিক জয় হবে ৷ এই লড়াইয়ে প্রায় 700 জন কৃষক শহিদ হয়েছেন ৷ কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তে এই কৃষকদের মৃত্যুর কারণ ৷ সেই সঙ্গে লখিমপুর খেরির ঘটনার জন্যও তারাই দায়ী ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

তবে, কৃষকদের আন্দোলন যে শুধু কৃষি আইন প্রত্যাহার নিয়ে নয় ৷ সেটাও প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিয়েছে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব ৷ ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা এবং সংশোধিত বিদ্যুৎ আইন প্রত্যাহারের বিষয়টিও প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছে মোর্চা ৷ এনিয়ে দ্রুত সংগঠনের তরফে বৈঠকে বসা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত বছর 11 সেপ্টেম্বর সংসদে নয়া তিনটি কেন্দ্রীয় কৃষি আইন পাশ করায় এনডিএ সরকার ৷ যে আইন কৃষকদের স্বার্থবিরোধী বলে দাবি করে 26 নভেম্বর থেকে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করে কৃষকদের একাংশ ৷ মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কৃষকরা রাজধানীর বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ এমনকি এবছর 26 জানুয়ারি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের লালকেল্লা অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ৷ এরপর একাধিকবার সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় ৷ যেখানে তিনটি কৃষি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন কৃষকরা ৷ যার ফলস্বরূপ এবার পিছু হটল কেন্দ্র ৷

Last Updated :Nov 19, 2021, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.