ETV Bharat / bharat

Cattle Smuggling Case: তিহাড়েই থাকতে হচ্ছে অনুব্রতকে, গরুপাচার মামলায় চার্জশিট জমা দিল ইডি

author img

By

Published : May 4, 2023, 7:30 PM IST

Etv Bharat
চার্জশিট জমা দিল ইডি

গরুপাচার মামলায় প্রায় আট মাস আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এরপর আসানসোল জেল হয়ে বর্তমানে তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রতর ৷ কিন্তু আপাতত সেখানেই থাকতে হচ্ছে তাঁকে ৷

নয়াদিল্লি, 4 মে: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি ৷ অন্যদিকে, বৃহস্পতিবার তিহাড় জেল থেকে আসানসোল জেলে যাওয়ার যে আবেদন করেছিলেন অনুব্রত, সেই আবেদনও খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ৷

গরুপাচার মামলায় প্রায় আট মাস আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এরপর আসানসোল জেলেই রাখা হয়েছিল তাঁকে ৷ পরে ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর ৷ বীরভূম তৃণমূল জেলা সভাপতির তিহাড় যাত্রার কিছুদিনের মাথাতেই ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত-কন্যা সুকন্য়া মণ্ডলও ৷ ইডি সূত্রে দাবি করা হয়েছে, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি, তাঁর নিরাপত্তা আধিকারিক সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য মিলেছিল সুকন্যার বিরুদ্ধে ৷ তারপরই তাঁকে দীর্ঘ জেরার পর হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা ৷ ইডির দাবি, ইতিমধ্যেই সুকন্যার নামে 6 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান মিলেছে ৷ তবে সেই টাকার উৎস জানাতে পারেনি সুকন্যা ৷ এমনকী অনুব্রত কন্যার নামে একাধিক সম্পত্তিরও হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷

অন্যদিকে, গরুপাচার মামলার সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগ আছে বলে এদিন ফের দাবি করেছে ইডি ৷ সূত্রের খবর, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ফাইলিং কাউন্টারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় চার্জশিট দাখিল করে ইডি ৷ যদিও চার্জশিট আদালতে বিচারকের হাতে সময় মতো না পৌঁছনোয় রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন ইডিকে মৃদু ভর্ৎসনাও করে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট মামলায় আদালত চার্জশিটের প্রতিলিপি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যাকেও দেওয়ার নির্দেশ দিয়েছে ইডিকে। চার্জশিট বিবেচনার জন্য আগামী 8 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত ৷ অন্যদিকে, তিহাড় জেল থেকে আসানসোল জেলে স্থানান্তর চেয়ে অনুব্রত মণ্ডলের আবেদন এদিন খারিজ করে দিয়েছে আদালত। এদিন শুনানি শেষে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জানিয়েছেন, চার্জশিট দেখে তাঁরা জামিনের আবেদন করবেন ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ-প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.