ETV Bharat / bharat

Tripura Assembly Election Results 2023: টিপরা মোথার সঙ্গে জোট করে ত্রিপুরা দখলের প্রচেষ্টা শুরু কংগ্রেসের

author img

By

Published : Mar 2, 2023, 1:39 PM IST

কংগ্রেস টিপরা মোথা (Tipra Motha Kingmaker) নেতৃত্বের সঙ্গে জোট চুক্তিতে পৌঁছতে সফল হলে ত্রিপুরায় (Tripura Assembly Election Results 2023) বিজেপির পক্ষে সরকার গঠন করা কঠিন হবে । ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আগরতলা পৌঁছেছে ৷

Pradyot Bikram Manikya Deb Barma ETV Bharat
প্রদ্যোত মাণিক্য দেববর্মা

আগরতলা, 2 মার্চ: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election Results 2023) ট্রেন্ড দেখে সেখানে সরকার গড়ার তৎপরতা শুরু করে দিল কংগ্রেস ৷ কংগ্রেস নেতারা প্রদ্যোত মাণিক্য দেববর্মার টিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোটের সঙ্গে সমঝোতা করতে ত্রিপুরায় পৌঁছেছেন ৷ এই দল পরিচিত টিপরা মোথা পার্টি হিসেবে ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের বর্তমান যা ট্রেন্ড, তাতে ত্রিপুরার শেষ মহারাজা প্রদ্যোত মাণিক্য দেববর্মাকে কিংমেকারের (Tipra Motha Kingmaker) ভূমিকায় দেখা যেতে পারে ৷ পূর্বে একজন সাংবাদিক এবং কংগ্রেসি ছিলেন এই প্রদ্যোত ৷

ত্রিপুরায় যদি কংগ্রেস টিপরা মোথা পার্টি নেতৃত্বের সঙ্গে জোট রফায় পৌঁছতে সফল হয়, তাহলে বিজেপির পক্ষে সরকার গঠন করা কঠিন হবে । টিপরার নেতা প্রদ্যোতের সঙ্গে একসময়ে ভালো বন্ধুত্ব ছিল কংগ্রেসের জিতেন্দ্র সিং-এর ৷ তিনিই জোট নিয়ে প্রদ্যোতের সঙ্গে যোগাযোগ করেন । উচ্চপদস্থ সূত্রের মতে, কংগ্রেস নেতারা ত্রিপুরায় রয়েছেন এবং তাঁদের ও প্রদ্যোতের মধ্যে শীঘ্রই একটি বৈঠক হবে বলে আশা করা হচ্ছে ।

টিপরা মোথার সঙ্গে বৈঠক করার জন্য জিতেন্দ্রর সঙ্গে রয়েছেন আরেক প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক । সূত্র আরও জানিয়েছে যে, ওয়াসনিক এবং জিতেন্দ্র সিং ত্রিপুরার একটি রিসর্টে প্রদ্যোতের সঙ্গে দেখা করবেন । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও প্রদ্যোতের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ তবে প্রদ্যোত একজন প্রাক্তন কংগ্রেসম্যান যিনি রাহুল গান্ধিকে খুব ভালোভাবে জানেন ৷

বিজেপি এবং টিপরা মোথার মধ্যে দর কষাকষির সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারণ বিজেপি ইতিমধ্যেই বৃহত্তর উপজাতীয় জমির জন্য টিপরাদের দীর্ঘদিনের দাবিকে প্রত্যাখ্যান করেছে ৷ ইতিমধ্যে বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে, ত্রিপুরায় সরকার গঠনের জন্য তাদের টিপরা মোথার প্রয়োজন নেই । একটি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় টিপরা মোথার মুখপাত্র জিতেন দেববর্মা বলেন, "আমরা শুধুমাত্র তাদের সঙ্গেই সহযোগিতা করব যারা আমাদের চাহিদা মেটাতে পারে এবং আমরা ত্রিপুরার উপজাতিদের অধিকারের জন্য লড়াই করব ।"

আরও পড়ুন: ত্রিপুরায় আশাহত তৃণমূল, পিছিয়ে মেঘালয়েও, নাগাল্যান্ডে বিজেপি

তাঁরা যাতে কোনও ভাবেই প্রভাবিত না হন, সেই কারণে ফলাফলের পরেই তাঁদের বিধায়কদের শিলং-এ নিয়ে যাওয়া হবে - এমনই যে সব খবর ছড়িয়েছে তা অস্বীকার করেছেন জিতেন দেববর্মা ৷ তিনি আরও বলেন, "যাঁরা রাজ্যের আদিবাসীদের জন্য আমাদের দাবি ও অধিকারকে সমর্থন করে না, এমন একটি দলের সঙ্গে কাজ করার চেয়ে বিরোধিতায় থাকব ।" যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হয়, তবে তাকে টিপরা মোথা ত্রিপুরার জনগণের রায় হিসাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন জিতেন ৷

বিজেপির বিরুদ্ধে টিপরা মোথার সঙ্গে চুক্তি করার দারুণ সুযোগ রয়েছে কংগ্রেসের কাছে । ত্রিপুরায় সিপিআই-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে প্রদ্যোতের ৷ সিপিআই সে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় তা টিপরা এবং কংগ্রেসের নেতৃত্বের মধ্যে সমঝোতার আলোচনায় সাহায্য করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.