ETV Bharat / bharat

BSF Shot Down Pakistani Drone: অমৃতসর সেক্টরে পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল বিএসএফ

author img

By

Published : Dec 23, 2022, 11:29 AM IST

BSF Shot Down Pakistani Drone in Amritsar Sector Image ANI Twitter
চাষের জমিতে পড়ে বিএসএফএর-এর নামালো পাকিস্তানি ড্রোন

অমৃতসর সেক্টরের পুলমোরান সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ (BSF Shot Down Pakistani Drone in Amritsar Sector Punjab) ৷ শুক্রবার সকালে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে একটি ক্ষেতের উপরে পড়ে ৷

অমৃতসর (পঞ্জাব), 23 ডিসেম্বর: পঞ্জাবের অমৃতসর সেক্টরে পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ ৷ শুক্রবার সকালে টহলদারির সময় অমৃতসর সেক্টরের পুলমোরান সীমান্তে পাকিস্তানের ওই ড্রোনটি সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে (BSF Shot Down Pakistani Drone in Amritsar Sector Punjab) ৷ তখনই সেটিকে গুলি করে একটি ক্ষেতের উপরে নামান টহলদারি করা জওয়ানরা ৷ একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিএসএফ ৷

বিএসএফ-এর তরফে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে, ওই এলাকায় পাকিস্তানের আর কোনও ড্রোন ভারতে ঢুকেছে কিনা, তা জানতে তল্লাশি অভিযান চলছে ৷ প্রসঙ্গত, অমৃতসর সেক্টরে গত তিনদিনে এই ধরনের এটি দ্বিতীয় ঘটনা । সেখানে বিএসএফ জওয়ানরা সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ৷ বিএসএফ-এর দেওয়া তথ্য অনুযায়ী, অমৃতসর সেক্টরের দাওকে সীমান্তের আউট পোস্টে মোতায়েন জওয়ানরা গত মঙ্গলবার সন্ধ্যেয় একটি ড্রোনকে গুলি করে নামিয়ে ছিল ৷ তবে, সেটি পাকিস্তানি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের ড্রোন গুলি করে নামানো ঘটনায় বিএসএফ একটি বিবৃতিতে জানিয়েছিল, "একটি পাক ড্রোন আকাশপথে সন্ধ্যে 7টা 20 মিনিটে অমৃতসর সেক্টরের দাওকে আউট পোস্টের কাছ দিয়ে ভারতে প্রবেশ করেছিল ৷ বুধবার সকালে সেই ড্রোনটিকে পাকিস্তানের ভূখণ্ডে সীমান্ত থেকে 20 মিটার ভিতরে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ওই ড্রোনটি বেশ কয়েক মিনিট আকাশে উড়েছিল ৷ তবে, ড্রোনটির উপর হামলা করা হলে, সেটিকে ফিরে নেওয়ার চেষ্টা করা হয় ৷ তবে, তার আগে ড্রোনটি ভেঙে পড়ে ৷"

আরও পড়ুন: পঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন থেকে উদ্ধার মাদক

প্রসঙ্গত, বিএসএফ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত 2 মাসে অমৃতসর সেক্টরের সীমান্তে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের 4টি ড্রোন গুলি করে নামিয়েছে ৷ বিএসএফ-এর 101 নম্বর ব্যাটেলিয়ান গত 21 ডিসেম্বর ফিরোজপুর সেক্টরে হরভজন সীমান্ত আউট পোস্টে একটি ড্রোনকে গুলি করে নামায় ৷ 22 ডিসেম্বর সকালে তল্লাশিতে একটি মাঠের উপর থেকে সেটিকে উদ্ধার করা হয় ৷ প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতের মাদক সরবরাহ করা হচ্ছিল ৷ সেক্ষেত্রেও বিএসএফ-এর তৎপরতায় সেই চক্রান্ত বানচাল হয় ৷ বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তও করে সীমান্তরক্ষী বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.