ETV Bharat / bharat

BSF commandant held for duping builders: বিল্ডারকে ঠকিয়ে 125 কোটি টাকার প্রতারণা, শ্রীঘরে বিএসএফ কম্যান্ডান্ট

author img

By

Published : Jan 14, 2022, 3:05 PM IST

125 টাকা প্রতারণার (BSF commandant held for duping builders) অভিযোগে বিএসএফ-এর ডেপুটি কম্যান্ডান্টকে (BSF officer arrested) গ্রেফতার করল গুরুগ্রাম পুলিশ ৷

bsf-commandant-held-for-duping-people-of-rs-125-crore
বিল্ডারকে ঠকিয়ে 125 কোটি টাকার প্রতারণা, শ্রীঘরে বিএসএফ কম্যান্ডান্ট

গুরুগ্রাম, 14 জানুয়ারি: পাঁচ জন নির্মাণকারীকে ঠকিয়ে প্রায় 125 কোটি টাকা (BSF commandant held for duping builders) হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ-এর ডেপুটি কম্যান্ডান্টকে (BSF officer arrested)৷ ন্যাশনাল সিকিওরিটি গার্ডের প্রাঙ্গণে নির্মাণ কাজ করার নাম করে প্রতারণা (National Security Guard fraud) করা হয়েছে বলে অভিযোগ ৷

বৃহস্পতিবার গুরুগ্রামের পুলিশ কমিশনার কেকে রাও জানিয়েছেন, বিএসএফ-এর ডেপুটি কম্যান্ডান্ট প্রবীণ যাদব (Deputy Commandant Praveen Yadav), তাঁর স্ত্রী মমতা যাদব, ব্যাঙ্ক ম্যানেজার বোন রীতুরাজ যাদব ও সহকর্মী দীনেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁরা সবাই হিসারের বাসিন্দা ৷ গুরুগ্রামের মানেসরে এনএসজি-র সদর দফতরে কর্তব্যরত আইপিএস অফিসার সেজে প্রবীণ যাদব প্রতারণা করেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

এর পেছনে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাদের থেকে পুলিশ 13 কোটি টাকা ও 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে ৷

আরও পড়ুন: Fake Job Offer Arrest : ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার দুই

গত 8 জানুয়ারি স্থানীয় নির্মাণকর্মী মোনেশ ইরানি প্রথম অভিযোগ দায়ের করেন বিএসএফ অফিসারের বিরুদ্ধে ৷ এনএসজি হেডকোয়ার্টারে নির্মাণ কাজ হবে বলে দাবি করে তিনি 65 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেন ওই বিল্ডার ৷ এরপর 9 জানুয়ারি আর এক নির্মাণকর্মী দাভিন্দর যাদবও ওই অফিসারের বিরুদ্ধে একই অভিযোগ এনে জানান যে তিনি, 37 কোটি টাকা নিয়েছেন তাঁর থেকে ৷ এরকম আরও বেশ কয়েকটি অভিযোগ আসার পর অভিযুক্ত বিএসএফ অফিসারের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করা হয় ৷ গঠিত হয় বিশেষ তদন্তকারী দল ৷

তদন্তের পর এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড প্রবীণ যাদব ও তাঁর সঙ্গী-সাথীদের গ্রেফতার করে সিট ৷ বর্তমানে ভিআরএস-এর জন্য আবেদন করেছিলেন ওই বিএসএফ অফিসার ৷ পুলিশের অনুমান, শেয়ার ট্রেডিং ব্যবসায় বিরাট লোকসানের মুখে পড়ার পর, প্রতারণা করে সেই ক্ষতি মেটানোর চেষ্টা করছিলেন ওই অফিসার ৷

আরও পড়ুন : Fake Job Assurance by TMC Leader : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.