ETV Bharat / bharat

Parliament Ruckus Over Rahul's Remark: রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

author img

By

Published : Mar 13, 2023, 2:28 PM IST

Parliament Ruckus Over Rahul's Remark ETV BHARAT
Parliament Ruckus Over Rahul's Remark

লন্ডনে রাহুল গান্ধির ভাষণে ‘ভারতের গণতন্ত্র বিপন্ন’ মন্তব্যের জের এবার সংসদের উভয় কক্ষে (Parliament Ruckus Over Rahul's Remark) ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভা ৷

নয়াদিল্লি, 13 মার্চ: বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের প্রথমদিন ছিল সোমবার ৷ আর তার শুরুটাই হল তুমুল হই হট্টোগোলের মধ্যে দিয়ে (Both Houses of Parliament Ruckus) ৷ যার জেরে বেশ কিছুক্ষণের জন্য সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ লন্ডনে রাহুল গান্ধির ভাষণকে ঘিরে এ দিন উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ এনডিএ জোটের সাংসদরাই এদিন রাহুল গান্ধির ভাষণের বিরোধিতা করে হট্টগোল শুরু করেন ৷ উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে বলেছিলেন, 'ভারতে গণতন্ত্র বিপন্ন’ (Rahul Gandhi Democracy in Danger Remark) ৷ সেই নিয়েই এ দিন রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে এই দাবি তোলেন বিজেপি এবং এনডিএ জোটের অন্যান্য সাংসদরা ৷

আজ অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় শাসক বিজেপি এবং বিরোধী সদস্যদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয় রাহুলের ভাষণকে ঘিরে ৷ এদিন রাজ্যসভায় বিজেপির দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাহুল গান্ধির লন্ডনের ভাষণকে ‘জঞ্জাল' বলে কটাক্ষ করেছেন ৷ পাশাপাশি, তাঁকে রাজ্যসভায় এসে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন পীযূষ গোয়েল ৷ এদিন রাহুল গান্ধির নাম না-করেই পীযূষ গোয়েল কংগ্রেস সাংসদকে নিশানা করতে থাকেন ৷ অভিযোগ তোলেন, জরুরি অবস্থার সময় ভারতের গণতন্ত্র বিপন্ন ছিল ৷ কংগ্রেস নেতারা সংসদ কক্ষে সংসদীয় কাগজ ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন ৷ সেই সময় গণতন্ত্র বিপন্ন হয়েছিল ৷

তবে, পীযূষ গোয়েলের রাহুল গান্ধিকে রাজ্যসভার অধিবেশনে গিয়ে ক্ষমা চাওয়ার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি প্রশ্ন তোলেন, রাজ্যসভার সদস্য নন, এমন একজনকে কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে অধিবেশনে ডাকার কথা বলেন ? পীযূষ গোয়েলের এই প্রস্তাব কখনই গ্রহণযোগ্য নয় বলে জানান খাড়গে ৷

একই ইস্যুতে লোকসভাতেও বিজেপি এবং বিরোধী সাংসদদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয় ৷ অধিবেশনের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী তথা লোকসভার ডেপুটি-লিডার রাজনাথ সিং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করেন ৷ তিনি অভিযোগ করেন, কংগ্রেস সাংসদ লন্ডনে তাঁর ভাষণের মাধ্যমে ভারতের ছবিকে বিশ্বের কাছে কালীমালিপ্ত করেছেন ৷ সেই সঙ্গে রাহুলের ভারতের গণতন্ত্র নিয়ে ভাষণের নিন্দার দাবি জানান রাজনাথ ৷ তাঁর সেই দাবিতে, সেই মুহূর্তে সমর্থন জানান এনডিএ জোটের সকল সাংসদ ৷

আরও পড়ুন: 'আমার ফোনে পেগাসাস ছিল, ভারতে গণতন্ত্র বিপন্ন', কেমব্রিজে দাবি রাহুলের

এমনকী সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী রাহুলের লন্ডনে দেওয়া ভাষণের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে ৷ সেখানেও ইন্দিরা গান্ধির শাসনকালে জারি হওয়া জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রহ্লাদ জোশী ৷ তিনি প্রশ্ন তোলেন, তখন ভারতের নাগরিকদের নৈতিক অধিকারের কথা কেন ভাবেনি কংগ্রেস ? এর পরেই শাসক-বিরোধী দু’পক্ষের তর্কাতর্কির জেরে লোকসভার অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.