ETV Bharat / bharat

Delhi Airport: উড়ো ফোনে ভিস্তারার বিমানে বোমাতঙ্ক, চাঞ্চল্য দিল্লি বিমানবন্দরে

author img

By

Published : Aug 18, 2023, 5:23 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

ফোনে বোমাতঙ্কের হুমকি ৷ যাত্রী নামিয়ে ফের চেক করা হল তাদের ব্যাগ ৷ তবে চিরুনি তল্লাশি করেও সন্দেহজন কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ ৷ আজ সকালে দিল্লি বিমানবন্দরের ভিস্তারার বিমানে বম্ব রাখা আছে বলে উড়ো ফোনে জানানো হয় ৷ তারপরই শুরু হয় তল্লাশি ৷

নয়াদিল্লি, 18 অগস্ট: দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ শুক্রবার সকালে দিল্লি থেকে পুনেগামী ভিস্তারার একটি বিমানে বোমাতঙ্কের খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ কিন্তু সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ বোমাতঙ্কের ফলে বিমান 8 ঘণ্টা দেরিতে ছাড়ে ।

একটি বিবৃতিতে ভিস্তারা জানিয়েছে যে, বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা করার কারণে এদিন ফ্লাইট UK971 ছাড়তে দেরি হয়েছে ৷ এই বিষয়ে দিল্লি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন যে, "গুরুগ্রামের দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) কন্ট্রোল রুমে হুমকি কল আসার বিষয়টি জানিয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) ৷ তারপরই ওই বিমানে তল্লাশি শুরু করা হয় ৷ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷ আমরা ভিতর ও বাইরে থেকে বিমানটিকে পরীক্ষা করেছিলাম কিন্তু তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ এই ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে পাশাপাশি আরও তদন্ত চলছে ৷ ফ্লাইট UK971 সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তল্লাশির কারণে ছাড়তে দেরি হয় ৷"

আরও পড়ুন : মাঝ আকাশে যাত্রীর ফোনে বিস্ফোরণ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

বিমানবন্দরের নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, সকাল 7টা 38 মিনিটে বিমানবন্দরের কল সেন্টারে একটি ফোন আসে ৷ সেই ফোনে বলা হয়,"তিনটি বোমা ফ্লাইট নং UK971-এর 42 নং গেটে পার্ক করা হয়েছে এবং সেগুলি এক ঘণ্টার মধ্যে বিস্ফোরিত হবে ৷" এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে কলটি কেটে যায় ৷

এই খবর পাওয়া মাত্রই ফ্লাইটের সমস্ত যাত্রী ও ক্রুদের নামিয়ে দেওয়া হয় ৷ শীঘ্রই বোমা হুমকি মূল্যায়ন কমিটি (বিটিএসি) ডাকা হয় ৷ সিআইএসএফরা বোমা সনাক্তকরণ সরঞ্জাম ও স্নিফার ডগগুলিকে নিয়ে এসে যাত্রীদের ব্যাগগুলি পুনরায় পরীক্ষা করার জন্য পাঠান ৷ ভিস্তারা একটি বিবৃতিতে বলেছে, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করছে তারা ৷

আরও পড়ুন : প্রযুক্তিগত সমস্যার জেরে দিল্লি বিমানবন্দরে ফিরল রাঁচিগামী ইন্ডিগো বিমান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.