ETV Bharat / bharat

Maneka Gandhi: রান্নার গ্যাসেরও দাম কমানোর দাবি মানেকার

author img

By

Published : Nov 7, 2021, 5:37 PM IST

BJPs-sultanpur-MP-Maneka-Gandhi-urges-centre-to-cut-down-prices-of-lpg-cylinders
উত্তরপ্রদেশে দাবি তুললেন মানেকা

একটানা পেট্রল-ডিজেলের দাম বাড়তে বাড়তে সম্প্রতি তা 100-র কোটাও ছাড়িয়ে যায় । সাধারণ মানুষ তা নিয়ে অভিযোগ জানাতে শুরু করলে, অদ্ভূত যুক্তি দিতে দেখা যায় বিজেপি-র নেতা-মন্ত্রীদের । সস্তায় পেট্রল পেতে আফগানিস্তান চলে যাওয়া উচিত, বিনা পয়সায় টিকা দেওয়া হচ্ছে, এই যথেষ্ট, এমন নানা মন্তব্য করেন তাঁরা ।

সুলতানপুর, 7 নভেম্বর: দীর্ঘ টানাপড়েনের পর দীপাবলির আগে পেট্রল-ডিজেলের দামে সামান্য স্বস্তি মিলেছে । কিন্তু রান্নার গ্যাসের দাম (এলপিজি) এখনও আকাশছোঁয়া । তা নিয়ে এ বার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপ্রদেশের সুলতানপুরের বিজেপি সাংসদ মানেকা গান্ধি । এতে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন বলে মত তাঁর ।

দলের সদস্যতা গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে চার দিনের সফরে নিজের নির্বাচনী কেন্দ্র সুলতানপুরে রয়েছেন মানেকা । সেখানেই রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন তিনি । মানেকার কথায়, ‘‘পেট্রল-ডিজেলের দাম কমেছে ৷ এবার গ্যাসের দাম কমানো নিয়েও চিন্তাভাবনা করা উচিত কেন্দ্রের , যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান ৷’’

অতি সম্প্রতি বিজেপি-র বিরাগভাজন হয়েছেন মানেকা এবং তাঁর ছেলে বরুণ গান্ধি । কৃষকদের দাবি দাওয়ায় সমর্থন জানিয়ে লাগাতার কেন্দ্রকে বিঁধতে দেখা গিয়েছে বরুণকে । লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়ি চাপা দেওয়া ঘটনায়ও সরব হন বরুণ । তার জেরে বিজেপি-র কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েন দু’জনেই ।

আরও পড়ুন: BJP Meeting: বাংলায় নতুন গল্প লিখবে বিজেপি, জাতীয় কর্মসমিতির বৈঠকে আশ্বাস নাড্ডার

তবে রান্নার গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে চাঁচাছোলা আক্রমণের পথে যাননি মানেকা । বরং দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে তুলে ধরেছেন তিনি । বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে । তার আগে মানেকার বক্তব্য, ‘‘আমাদের জিততেই হবে । আগেও লক্ষ লক্ষ সদস্য পেয়েছি আমরা । কিন্তু জেলা পরিষদে একটাও আসন আসেনি । বিজেপি-র যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা ভোট দিলেও জিতে যাওয়ার কথা ছিল । বুথ সভাপতি, তাঁর পরিবার, আত্মীয়স্বজনরা ভোট দিলেও জেতা অসম্ভব ছিল না । কিন্তু আদতে তা হয়নি ।’’

একটানা পেট্রল-ডিজেলের দাম বাড়তে বাড়তে সম্প্রতি তা 100-র কোটাও ছাড়িয়ে যায় । সাধারণ মানুষ তা নিয়ে অভিযোগ জানাতে শুরু করলে, অদ্ভূত যুক্তি দিতে দেখা যায় বিজেপি-র নেতা-মন্ত্রীদের । সস্তায় পেট্রল পেতে আফগানিস্তান চলে যাওয়া উচিত, বিনা পয়সায় টিকা দেওয়া হচ্ছে, এই যথেষ্ট, এমন নানা মন্তব্য করেন তাঁরা ।

তবে দীপাবলির আগে শেষমেশ লিটারপ্রতি পেট্রলের উপর 5 টাকা এবং ডিজেলের উপর থেকে 10 টাকা উৎপাদন শুল্ক কমায় কেন্দ্র । বিজেপিশাসিত একাধিক রাজ্য আরও কিছুটা কর কমায় । তাতে খানিকটা হলেও রেহাই মেলে । যদিও একটানা যে হারে জ্বালানির দাম বর্ধিত করতে করতে যে জায়গায় গিয়ে ঠেকেছিল, সেই তুলনায় মূল্যহ্রাস অনেকটাই কম বলে অভিযোগ বিরোধীদের । তবে পেট্রল-ডিজেলের দাম কমলেও, গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম 1000 হওয়ার পথে । বাণিজ্যিক রান্নার গ্যাস আবার 2000-এর কোটা পার করে ফেলেছে ।

আরও পড়ুন: Narendra Modi : বিশ্বব্যাপী জনপ্রিয়তায় শীর্ষে মোদি, বলছে সমীক্ষা রিপোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.