ETV Bharat / bharat

Manish Tewari 26/11 Remarks: 26/11 নিয়ে নরম ছিল ইউপিএ! দলের নেতাদের মন্তব্য অস্বস্তে বেড়েই চলেছে কংগ্রেসের

author img

By

Published : Nov 23, 2021, 9:54 PM IST

মণীশের বই এবং বিজেপি-র অভিযোগ নিয়ে কোনও মন্তব্য না করলেও, একের পর এক বিতর্কে খানিকটা হলেও অস্বস্তিতে ৷ কারণ সম্প্রতি দলের প্রবীণ নেতা সলমন খুরশিদের বই ঘিরেও বিতর্ক পোহাতে হয় তাদের ৷

Manish Tewaris book on 26/11 lands congress in controversy again
মণীশের বই ঘিরে অস্বস্তি বাড়ল কংগ্রেসের ।

নয়াদিল্লি, 23 নভেম্বর: দলকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা চালিয়ে চলছে । কিন্তু একের পর এক আঘাত নেমে আসছে দলের অন্দর থেকই । তাতে কার্যত অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে কংগ্রেসের (Congress in 26/11 Controversy) । এ বার আঘাত এল দলের অভিজ্ঞ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারির (Manish Tewari's Book) তরফে । 26/11 মুম্বই হামলা (26/11 Mumbai Attack) নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বতন ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করছেন তিনি ।

দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে মণীশের লেখা ‘10 ফ্ল্যাশপয়েন্টস; 20 ইয়ার্স ন্যাশনাল সিকিয়োরিটি সিচুয়েশনস দ্যাট ইমপ্যাক্টেড ইন্ডিয়া’ নামের বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ৷ তাতেই 26/11 মুম্বই হামলায় তৎকালীন ইউপিএ সরকারের সমালোচনা করেন মণীশ ৷ তিনি লেখেন, ‘নৃশংসভাবে শত শত নিরীহ মানুষকে হত্যা করেও যে দেশের অনুশোচনা নেই, তাদের সামনে সংযম কখনও পরাক্রমের নিদর্শন হতে পারে না ৷ বরং দুর্বলতাই প্রকাশ পায় ৷’’

আরও পড়ুন: Yamuna Expressway To Be Renamed: ‘রামরাজ্যে’ ব্রাহ্মণ ভোট টানতে নাম বদলে যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে বাজপেয়ীর নামে

26/11 -র উদাহরণ টেনে মণীশ লেখেন, ‘মাঝে মধ্যে এমন পরিস্থিতি আসে, যেখানে মুখের বুলি আওড়ানোর থেকে কাজে করে দেখানো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে ৷ 26/11 সে রকমই একটি সময় ছিল ৷ আমার মতে, 26/11-র হামলা ভারতের কাছে 9/11-এর সমান ৷ তাই হামলার পরেই তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ করা উচিত ছিল ভারতের ৷ তা না করে ভারত নরম মনোভাব দেখিয়ে ভুল করেছিল ৷’’

মণীশের বইয়ের এই অংশটি তুলে ধরেই কংগ্রেসকে আক্রমণ করতে নেমে পড়েছে বিজেপি ৷ দলের সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার অভিযোগ, পূর্বতন কংগ্রেস সরকার একেবারে অকর্মণ্য ছিল ৷ ইউপিএ সরকারের অকর্মণ্যতার জন্যই গোটা দেশকে ভুগতে হয়েছিল ৷ গৌরবের কথায়, ‘‘দেশের নিরাপত্তার সঙ্গে আপসের জন্য এতদিন বিরোধীরাই কংগ্রেসের সমালোচনা করত, এখন দলের অভিজ্ঞ নেতাই বলছেন, আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷ তাতে অনেকের প্রাণ বেঁচে যেত ৷’’

  • Just y’day, Mani Shankar Aiyar questioned defence spending, today Manish Tewari rues UPA’s weak response to 26/11. PC as HM wanted to launch offensive against Naxals, Digvijay Singh opposed.

    This muddled thinking on national security, made India a weak state under the Congress. https://t.co/icYMESmdEL

    — Amit Malviya (@amitmalviya) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Rahul Gandhi Close aid to join TMC : তৃণমূলে যোগ দিতে পারেন রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ

মণীশের বইয়ের ওই অংশটুকু চেনে সরাসরি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে কাঠগড়ায় তুলেছেন গৌরব ৷ তাঁর মতে সোনিয়া এবং রাহুলকেই এর দায় নিতে হবে ৷ জবাব দিতে হবে, কেন সেই সময় ভারতীয় সেনাকে সার্জিক্যাল স্ট্রাইকের অনুমতি দেওয়া হয়নি ৷ বায়ুসেনা সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রস্তুত থাকলেও, সোনিয়ার নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাতে অনুমতি দেননি বলেও অভিযোগ করেন গৌরব ৷ বিজেপি-র আইটি সেল-এর প্রধান অমিত মালব্যও এ নিয়ে একহাত নেন কংগ্রেসকে । তাঁর কথায়, ‘সলমন খুরশিদের পর মণীশ তিওয়ারি, নিজের বই বেচতে আরও এক কংগ্রেস নেতা ইউপিএ-কে চলন্ত বাসের নীচে ঠেলে দিলেন ৷’’

মণীশের বই এবং বিজেপি-র অভিযোগ নিয়ে কোনও মন্তব্য না করলেও, একের পর এক বিতর্কে খানিকটা হলেও অস্বস্তিতে ৷ কারণ সম্প্রতি দলের প্রবীণ নেতা সলমন খুরশিদের বই ঘিরেও বিতর্ক পোহাতে হয় তাদের ৷ নিজের বইয়ে হিন্দুত্বকে আইসিস এবং বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করায় দলের অন্দরেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.