Yamuna Expressway To Be Renamed: ‘রামরাজ্যে’ ব্রাহ্মণ ভোট টানতে নাম বদলে যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে বাজপেয়ীর নামে

author img

By

Published : Nov 23, 2021, 2:19 PM IST

Updated : Nov 23, 2021, 2:53 PM IST

yamuna expressway may be renamed after Atal Bihari Vajpayee in aim to bag Brahmin vote for BJP in Uttar Pradesh

যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath Government) নিয়ে এমনিতেই অসন্তোষ রয়েছে উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের মধ্যে । কিন্তু রাজ্যের জনসংখ্যার 10 শতাংশই ব্রাহ্মণ । তাঁদের উপর যোগীর ক্ষমতায় ফেরা যেমন নির্ভর করছে, তেমনই 2024-এর লোকসভা নির্বাচনের জন্যও তা সহায়ক । তাই বাজপেয়ীকে (Former Prime Minister Atal Bihari Vajpayee) ঢাল করে বিজেপি ব্রাহ্মণ ভোট দখল (Brahmin Vote in Uttar Pradesh) করতে চাইছে বলে অনুমান ।

লখনউ, 23 নভেম্বর: ভোটের আগে ফের নামবদলের হিড়িক উত্তরপ্রদেশে । এবার যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway May Be Renamed) নাম পাল্টাতে উদ্যোগী হল কেন্দ্র । দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর (Former Prime Minister Atal Bihari Vajpayee) নামে যমুনা এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দিল্লি সূত্রে খবর ।

এনিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি । তবে বিজেপি সূত্রে খবর, আগামী 25 নভেম্বর গৌতম বুদ্ধ নগরজেলার জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই নয়া নামের ঘোষণা হবে বলে জানা গিয়েছে ।

বিজেপির দাবি, গেরুয়া শিবিরের নেতা হলেও, দলমত নির্বিশেষে সকলেই বাজপেয়ীকে শ্রদ্ধা করতেন । তাই তাঁর নামে যমুনা এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এর পিছনে ভোটের অঙ্কই দেখছে রাজনৈতিক মহলে । তাদের মতে ব্রাহ্মণ ভোট (Brahmin Vote in Uttar Pradesh) ভাঙাতেই বাজপেয়ীকে ঢাল করছে বিজেপি ।

আরও পড়ুন: Amit Shah Meeting With TMC MPs: তৃণমূল সাংসদদের সাক্ষাতের সময় দিলেন শাহ

বিরোধী শিবিরের যুক্তি, উত্তরপ্রদেশে ব্রাহ্মণ এবং ঠাকুরদের দ্বন্দ্ব কারও অজানা নয় । তাই ঠাকুর পরিবারে জন্ম যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় শুরু থেকেই বিজেপির উপর চটে রয়েছেন ব্রাহ্মণরা । তার উপর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় অভিযুক্ত আশিস মিশ্রের বাবা তথা রাজ্যের ‘বাহুবলী ব্রাহ্মণ’ বিজেপি নেতা অজয় মিশ্র টেনিকে নিয়েও টানাপড়েন চলছে ৷

এমন পরিস্থিতিতে ব্রাহ্মণ ভোট ঝুলিতে পুরতেই ব্রাহ্মণ পরিবারের সন্তান বাজপেয়ীকে ঢাল করে মোদি এবং অমিত শাহ এগোতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর পিছনে যথেষ্ট যুক্তিও রয়েছে ৷ কারণ উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার 10 শতাংশ ব্রাহ্মণ ৷ প্রায় 2 কোটির ভোটব্যাঙ্ক ৷ গত নির্বাচনে সেখানকার 77টি আসনে প্রায় 10 হাজার ভোটের ব্যবধানে জয়ী হন নির্বাচিত প্রার্থীরা ৷ এর মধ্যে বিজেপি জয়ী হয় 36টি আসনে ৷

কিন্তু রাজ্যের 403টি আসনকে 2 কোটি ব্রাহ্মণ জনসংখ্যা দিয়ে ভাগ করলে দেখা যাবে, প্রত্যেক বিধানসভা কেন্দ্র পিছু গড়ে 50 হাজার ব্রাহ্মণ ভোট থাকছে ৷ তাই ব্রাহ্মণরা মুখ ফিরিয়ে নিলে, বিজেপির পক্ষে তা শুভ হবে না ৷ আবার 2024-এর লোকসভা নির্বাচনের জন্যও তা সমস্যার । তাই উত্তরপ্রদেশে ব্রাহ্মণ ভোট ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন বিজেপি নেতৃত্ব ৷ তাই বাজপেয়ী নামক প্রলেপ দিয়ে ক্ষত সারিয়ে তোলার প্রয়াস শুরু হয়েছে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন: Rahul Gandhi Close aid to join TMC : তৃণমূলে যোগ দিতে পারেন রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ

যে যমুনা এক্সপ্রেসের নামকরণের পরিকল্পনা করছে কেন্দ্র, সেটি 6 লেন বিশিষ্ট 165.5 কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে ৷ উত্তরপ্রদেশের আগ্রা থেকে 2 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে কুবেরপুর এবং গ্রেটার নয়ডার পরী এলাকাকে সংযুক্ত করেছে ৷ এই যমুনা এক্সপ্রেসওয়ে দেশের তৃতীয় দীর্ঘতম এক্সপ্রেসওয়ে ৷

Last Updated :Nov 23, 2021, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.