ETV Bharat / bharat

Gujarat Assembly Elections: 'আজমেরে থাকেন মহাদেব, আল্লাহ সোমনাথে !' কংগ্রেস প্রার্থীর মন্তব্যে তোপ বিজেপির

author img

By

Published : Nov 28, 2022, 1:06 PM IST

'আজমেরে থাকেন মহাদেব (Mahadev lives in Ajmer), আল্লাহ থাকেন সোমনাথে (Allah lives in Somnath)!' গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections) কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজগুরুর (Indranil Rajguru) এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিজেপি (BJP slams Gujarat Congress candidate)৷

Statement of Indranil Allah sat in Somnath and Mahadev in Ajmer
'আজমেরে থাকেন মহাদেব, আল্লাহ সোমনাথে !' কংগ্রেস প্রার্থীর মন্তব্যে তোপ বিজেপির

আহমেদাবাদ, 28 নভেম্বর: মহাদেব থাকেন আজমেরে (Mahadev lives in Ajmer) আর আল্লাহ থাকেন সোমনাথ মন্দিরে (Allah lives in Somnath)৷ নির্বাচনী প্রচারে এ কথা বললেন কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজগুরু (Indranil Rajguru)৷ যদিও এই মন্তব্যের জন্য তাঁর তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP slams Gujarat Congress candidate)৷ তাদের দাবি, এই কথা বলে হিন্দুদের অপমান করেছেন রাজকোট পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ৷

নির্বাচনী প্রচারে (Gujarat Assembly Election) কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল রাজগুরুর বক্তব্যের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় রাজকোট পূর্ব আসনের কংগ্রেস প্রার্থীকে বলতে শোনা গিয়েছে যে তাঁর চোখে ঈশ্বর ও আল্লাহর মধ্যে কোনও পার্থক্য নেই ৷ তিনি বলেন, "আমার দৃষ্টিতে, মহাদেব এবং আল্লাহ একই । মহাদেব থাকেন আজমেরে, আর আল্লাহ থাকেন সোমনাথে ।" এরপর তিনি আল্লাহু আকবর এবং হর হর মহাদেব উচ্চারণ করেন ৷

কিছুদিনের জন্য আম আদমি পার্টিতে যুক্ত হয়ে ফের কংগ্রেসে ফিরে এসেছে ইন্দ্রনীল রাজগুরু ৷ ওই সমাবেশে তিনি আরও বলেন, "আমি আমার হিন্দু ভাইদের ভগবান মহাদেবের (সোমনাথ) বাসে নিয়ে যাওয়ার আনন্দ অনুভব করি । কিন্তু আমি একই আনন্দ অনুভব করি যখন আমি আজমেরে মানুষ ভর্তি ট্রেন নিয়ে যাই...যাঁরা যাঁরা আমাদের সংস্কার করতে চায়, তাঁদের জানা উচিত আমরা সবাই মানুষ ।"

এই মন্তব্যের জন্য তাঁকে একহাত নিয়েছে বিজেপি ৷ রাজকোট পূর্বে বিজেপি প্রার্থী যিনি রাজগুরুরই বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি বলেন, "দুটির মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে । এই ধরনের বক্তব্য হিন্দু সম্প্রদায়ের কাছে আপত্তিজনক...সোমনাথ সারা দেশে সম্মানিত, এবং প্রথম 'জ্যোতির্লিঙ্গ ।' এমন কিছু বলা উচিত নয় ।"

আরও পড়ুন: গুজরাতে বিজেপি-এর 'ডাবল ইঞ্জিন' কি লাইনচ্যুত করতে পারবেন বিরোধীরা ?

তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে দেখে তার জবাব দিয়ে রাজগুরু বলেন, "আমার 'আল্লাহু আকবর' বলার একটি ক্লিপ প্রকাশিত হয়েছে । একই ক্লিপে 5,000 মুসলমানের 'হর হর মহাদেব' স্লোগানও শোনা উচিত ।" তাঁর দাবি, প্রতিপক্ষ বিজেপি তাঁর বক্তৃতার শুধু সেই অংশটুকুই ভাইরাল করেছে যাতে তাঁকে 'আল্লাহু আকবর' বলতে দেখা যায় । রাজগুরুর যুক্তি, "আমি তাঁদের (জনসমাবেশ) জিজ্ঞাসা করেছি যে, আমি যদি আল্লাহর নাম নিতে লজ্জা বোধ না করি, তবে মহাদেবের নাম নিতে আপনার কি লজ্জা বোধ করা উচিত ? আমি যখন 'আল্লাহু আকবর' বলেছিলাম, তখন 5,000 জন 'হর হর মহাদেব' স্লোগান দেন । এটাই ভিডিয়োটির প্রকৃত সত্য ৷"

182 সদস্যের গুজরাত বিধানসভার জন্য নির্বাচন দু দফায় নির্বাচন হতে চলেছে 1 এবং 5 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.