ETV Bharat / bharat

মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপি সাংসদের

author img

By

Published : Feb 10, 2021, 8:23 PM IST

Updated : Feb 10, 2021, 8:36 PM IST

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস জমা দিল ভারতীয় জনতা পার্টি৷ বুধবার লোকসভায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন আইনমন্ত্রী পিপি চৌধুরী স্বাধীকারভঙ্গের নোটিস জমা দেন৷

দিল্লি, 10 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস জমা দিল ভারতীয় জনতা পার্টি৷ বুধবার লোকসভায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন আইনমন্ত্রী পিপি চৌধুরী স্বাধীকারভঙ্গের নোটিস জমা দেন৷

এবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন৷ আর বিভিন্ন ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ আর তা করতে গিয়েই তিনি টেনে আনেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম৷

সংসদের নিয়ম অনুযায়ী, এই ভাবে উচ্চ পদমর্যাদার কোনও সম্মানীয় ব্যক্তির নাম করে আক্রমণ করা যায় না৷ এই নিয়ে সোমবারই মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার৷ কিন্তু পরে সরকার সেখান থেকে পিছু হঠে৷ কারণ, রঞ্জন গগৈ এখন আর উচ্চ পদমর্যাদার নন৷ মহুয়া মৈত্রও পরে জানিয়েছিলেন যে তিনি আসলে সামগ্রিক ভাবে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলতে চেয়েছিলেন৷

তবে তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর মহুয়া টুইটে প্রতিক্রিয়া দেন৷ তিনি লেখেন, ‘‘ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷’’ এখনও পর্যন্ত এই নিয়ে কৃষ্ণনগরের সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

আরও পড়ুন : সংসদে মহুয়ার ভাষণ বিশ্বের অন্যতম সেরা, ভূয়সী প্রশংসা কৌশিক বসুর

এদিকে লোকসভায় দাঁড়িয়ে মহুয়া মৈত্রের নাম করে সমালোচনা করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সংবিধান মানে না৷ তৃণমূল কংগ্রেস সংবিধানকে শেষ করতে চাইছে৷

Last Updated :Feb 10, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.