ETV Bharat / bharat

Swati Maliwal: স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ড, সাজানো ঘটনা বলে দাবি বিজেপির মনোজের

author img

By

Published : Jan 21, 2023, 9:32 AM IST

Updated : Jan 21, 2023, 9:57 AM IST

Swati Maliwal Molestation
স্বাতী মালিওয়াল

বুধবার গভীর রাতে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের প্রতি অশালীন আচরণ এবং তাঁকে গাড়িতে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনাকে সাজানো বলে দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (BJP MP Manoj Tiwari raises questions over Swati Maliwal Car dragging case) ৷

নয়াদিল্লি, 21 জানুয়ারি: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল কেন গাড়িটির অন্যদিকে গিয়েছিলেন ? স্বাতীর নিগ্রহকাণ্ডে এমনই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারি ৷ বুধবার গভীর রাতে স্বাতী মালিওয়ালকে গাড়িতে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ, দিল্লি মহিলা কমিশনের প্রধানের সঙ্গে 'অশালীন' আচরণ করেছেন হরিশ চন্দ্র নামে এক ব্যক্তি ৷ ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে । আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ এই ঘটনাটিকে ভুয়ো বলে উল্লেখ করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি ৷ দিল্লি পুলিশকে কালিমালিপ্ত করতে এই ছক কষেছেন স্বাতী মালিওয়াল, পালটা অভিযোগ গেরুয়া নেতার ৷ এদিকে গতকাল স্বাতী মালিওয়াল এই ঘটনার ভিডিয়ো সামনে এনেছেন ৷ ভিডিয়োটি তাঁর দল রেকর্ড করেছে বলে দাবি করেন তিনি ৷

বুধবার রাত আনুমানিক 3 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ স্বাতী মালিওয়াল কয়েকজনের সঙ্গে দিল্লি এইমসের বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ একটি সাদা গাড়ি এসে তাঁর কাছে দাঁড়ায় ৷ তাঁকে দেখে অশ্লীল আচরণ করতে থাকে গাড়িতে থাকা মদ্যপ গাড়িচালক ৷ স্বাতী তাঁকে তাড়িয়ে দিলে প্রথমে সে চলে যায় ৷ পরে ফিরে এসে স্বাতীকে হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ ৷ তখন স্বাতী গাড়ির সাইড উইন্ডোর দিকে যান ৷ গাড়িচালক সেই সময় আচমকা গাড়ির কাচ তুলে দিলে দিল্লি মহিলা কমিশনের হাত আটকে যায় ৷ সেই অবস্থায় স্বাতীকে 10-15 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় অভিযুক্ত গাড়িচালক হরিশ চন্দ্র ৷ পরে আনুমানিক 3টের পর স্বাতী পুলিশকে ফোন করেন ৷ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ গ্রেফতার হয় অভিযুক্ত ৷ বিজেপি সাংসদের দাবি, ধৃত হরিশ চন্দ্র আপ বিধায়ক প্রকাশ জারওয়ালের ঘনিষ্ঠ ৷
আরও পড়ুন: দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন হেনস্থাকাণ্ডের ভিডিয়ো প্রকাশ

মনোজ তিওয়ারি এই ঘটনা প্রসঙ্গে বলেন, "আমরা সবাই জানি ডিসিডব্লিউ প্রধান স্বাতী মালিওয়ালের সঙ্গে কী হয়েছে ৷ আমরা ঘটনার তদন্ত করে যে তথ্য পেয়েছি, তার সঙ্গে দিল্লি মহিলা কমিশনের প্রধানের দাবি মিলছে না ৷ স্বাতীর দাবি, তাঁকে 10-15 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু সেটা হয়নি ৷" তিনি বিস্ময় প্রকাশ করে জানান, গাড়ির উল্টো দিকে যাওয়ার কী দরকার ছিল স্বাতী মালিওয়ালের ? ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, তিনি গাড়ির ভিতরে হাত গলিয়েছিলেন ৷ কোনও বেসরকারি সংবাদ চ্যানেলের সাহায্য নিয়ে ঘটনাটি আপাদমস্তক সাজানো হয়েছে ৷ মনোজের প্রশ্ন, "এ ধরনের নাটক করার কী দরকার ?"

আরও পড়ুন: স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তের জেল হেফাজত

Last Updated :Jan 21, 2023, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.