DCW Chief Molestation: স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তের জেল হেফাজত

author img

By

Published : Jan 20, 2023, 9:44 AM IST

Updated : Jan 20, 2023, 4:37 PM IST

Swati Maliwal

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে দিল্লির মহিলা কমিশনের প্রধানের সঙ্গে অশালীন আচরণ এবং তাকে কয়েক মিটার দূরত্ব টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে (Swati Maliwal allegedly molested and dragged) ৷

নয়াদিল্লি, 20 জানুয়ারি: স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে হরিশ চন্দ্রকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ দিল্লি মহিলা কমিশনের প্রধানের সঙ্গে অশালীন আচরণ ও গাড়িতে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার পুলিশ হরিশকে (47) গ্রেফতার করে এবং দিল্লির একটি আদালতে পেশ করে ৷ আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ সে সঙ্গম বিহার এলাকার বাসিন্দা ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে (Harish Chandra, Accused of molesting and dragging the Delhi Commission for Women Chief Swati Maliwal) ৷

পুলিশ সূত্রে খবর, ডিসিডব্লিউ প্রধান স্বাতী মালিওয়ালের দাবি, বুধবার গভীর রাতে তিনি অল ইন্ডিয়া অফ মেডিক্যাল সায়েন্সেস-এর (All India of Medical Sciences) বাইরে তাঁর দলের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময় এই ঘটনা ঘটে ৷ একটি গাড়ি তাঁকে কয়েক মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ একটি সংবাদসংস্থাকে পুলিশ আধিকারিক চন্দন চৌধুরী জানিয়েছেন, স্বাতীর দেওয়া বিবৃতি অনুযায়ী, তিনি রাত 2.45 নাগাদ তাঁর দলের সঙ্গে এইমসের বাইরে ছিলেন ৷ সেই সময় অভিযুক্ত হরিশ চন্দ্র, মালিওয়ালের কাছে যায় ৷ সে মদ্যপ অবস্থায় ছিল ৷ স্বাতী পুলিশে অভিযোগ জানিয়েছেন, এক ব্যক্তি একটি সাদা গাড়ি চালিয়ে যাচ্ছিল ৷ তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখানে গাড়িটি এসে থামে ৷ তাঁকে দেখে অভিযুক্ত অশালীন আচরণ করতে থাকে ৷ এরপর ওই ব্যক্তি স্বাতীর হাত ধরে টানাটানি করে গাড়ির ভিতরে ঢুকে বসার জন্য গাযের জোর খাটাতে থাকে ৷ দিল্লি মহিলা কমিশনের প্রধান তাকে বাধা দেন ৷ তখন ওই ব্যক্তি চলে গেলেও কিছুক্ষণ পর ফিরে আসে ৷ আবারও ওই এক আচরণ করতে থাকে ৷

  • #WATCH | DCW chief narrates incident where she was molested & dragged by an inebriated man after her hand got stuck in his car's window

    "...He dragged me for 10-15m. A man from my team & I screamed & then he left me. Had he not, something like Anjali would've happened to me...." pic.twitter.com/bVnXcinjPq

    — ANI (@ANI) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি, টেনে নিয়ে গেল মদ্যপ চালক !

স্বাতী মালিওয়াল এইমস-এর 2 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন । এই এলাকাটি কোটলা থানার অন্তর্ভুক্ত ৷ পুলিশ আধিকারিক বলেন, "এরপর স্বাতীও প্রতিবাদ করে গাড়িচালকের সাইড উইন্ডোর কাছে যান ৷ ঠিক সেই সময় চালক জানলার কাচটি তুলে দেন এবং স্বাতীর হাত তাতে আটকে যায় ৷ ওই অবস্থায় গাড়ি চালিয়ে স্বাতী মালিওয়ালকে 10-15 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় অভিযুক্ত ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত 3.12 মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ তারপর রাত 3.20 মিনিটে এসিপি হউজ খাস-সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ পুলিশের কাছে স্বাতী মালিওয়াল একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ মালিওয়াল এবং অভিযুক্ত- দু'জনকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

Last Updated :Jan 20, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.