ETV Bharat / bharat

Assembly Elections 2023: মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে আরও প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির, তালিকায় শিবরাজ-রমন সিং

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 6:58 PM IST

Assembly Elections 2023
Assembly Elections 2023

Five States Assembly Elections 2023: আগামী 17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ ফল ঘোষণা হবে আগামী 3 ডিসেম্বর ৷ তালিকায় নাম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ৷ তিনি লড়বেন বুধনি থেকে ৷ ছত্তিশগড়ের জন্য 64 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং লড়বেন রাজনন্দগাঁও থেকে ৷

নয়াদিল্লি, 9 অক্টোবর: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি থেকেই ভোটে লড়বেন ৷ এই কেন্দ্র থেকেই বরাবর তিনি ভোটে লড়েন ৷ এই কেন্দ্র থেকে জিতেই তিনি বিধায়ক হয়েছেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ৷ সোমবার বিজেপির তরফে 57 জনের যে প্রার্থী তালিকা প্রকাশিত করা হয়েছে, সেই তালিকায় বুধনি থেকে শিবরাজ সিং চৌহানের নাম ঘোষণা করা হয়েছে ৷

এ দিন বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে নরোত্তম মিশ্ররও ৷ তিনি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি দাতিয়া আসন থেকে বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন ৷

এ দিন প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এই নিয়ে বৈঠক হয় গত 1 অক্টোবর ৷ নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সমস্ত সদস্য়রা ৷

আগামী নভেম্বরে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে ৷ এই পাঁচরাজ্যের মধ্যে রয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরাম ৷ মধ্যপ্রদেশে বিধানসভার আসন সংখ্যা 230 ৷ এখানে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার 116 ৷ সোমবার ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা করেছে ৷ মধ্যপ্রদেশে নির্বাচন 17 নভেম্বর ৷ ফল ঘোষণা আগামী 3 ডিসেম্বর ৷

ভোট ঘোষণার কিছুক্ষণের মধ্যেই 57 জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি ৷ এর আগেও কয়েকদফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল ৷ সব মিলিয়ে 136টি আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করে দিল ৷ এখনও 94টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি ৷ বিজেপি সেই আসনগুলির প্রার্থীদের নাম কবে ঘোষণা করে, সেই দিকেই তাকিয়ে মধ্যপ্রদেশের গেরুয়া শিবির ৷

আরও পড়ুন: 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, দেখে নিন কবে কোথায় ভোট ?

অন্যদিকে এ দিন ছত্তিশগড়েরও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ৷ ওই রাজ্যে দু’দফায় ভোট হবে ৷ প্রথম দফার ভোট আগামী 7 নভেম্বর ৷ আর দ্বিতীয় দফার ভোট আগামী 17 নভেম্বর ৷ আগামী 3 ডিসেম্বর ওই রাজ্য়ে ভোট গণনা ৷ ওই রাজ্যের জন্যও এ দিন 64 জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি ৷

তালিকায় নাম রয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ও দলের রাজ্য সভাপতি অরুণ সাও-এর ৷ রমন সিং রাজনন্দগাঁও থেকেই প্রার্থী হচ্ছেন ৷ অরুণ সাও লড়বেন লোরমি কেন্দ্র থেকে ৷ এছাড়াও রেণুকা সিং, গোমতি সাই-সহ তিন সাংসদকেও বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে ৷

ছত্তিশগড়ে বিধানসভার আসন সংখ্যা 90 ৷ সরকার গড়তে ম্যাজিক ফিগার 46 ৷ 2018 সালে 68 আসনে জিতে সরকার গড়ে কংগ্রেস ৷ বিজেপি পেয়েছিল মাত্র 15টি আসন ৷ এবার কি ক্ষমতায় ফিরতে পারবে গেরুয়া শিবির, সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল ৷

সংবাদসংস্থা- পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.