ETV Bharat / bharat

Thief Hanging Outside Moving Train: টানা 15 কিমি চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Sep 15, 2022, 8:25 PM IST

টানা 15 কিলোমিটার (Thief Hanging Outside Moving Train) চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ (Bihar Train Mobile Robbery)৷ বিহারের বেগুসরাইয়ের এই ভয়ংকর ঘটনার ভিডিয়ো ভাইরাল হল (Running Train And Snatcher Viral Video)৷

Bihar Train Mobile Robbery Video gets viral, Thief Hanging Outside Moving Train In Begusarai
টানা 15 কিমি চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ, ভাইরাল ভিডিয়ো

বেগুসরাই (বিহার), 15 সেপ্টেম্বর: ট্রেনের যাত্রীর থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে চরম অভিজ্ঞতা হল এক ছিনতাইবাজের (Bihar Train Mobile Robbery)৷ বিহারের বেগুসরাইয়ে ট্রেনের জানলা দিয়ে যাত্রীর মোবাইল টেনে নিয়ে পালাতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়ে যান ৷ এরপর তাঁকে শাস্তি দিতে শক্ত করে তাঁর হাতটা ধরে রাখেন যাত্রীরা ৷ ওই অবস্থায় ছেড়ে দেয় ট্রেন ৷ টানা 15 কিলোমিটার ওই ভাবেই চলন্ত ট্রেন থেকে ঝুলতে থাকেন ছিনতাইবাজ ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করলেও তাতে যাত্রীদের মন ভেজেনি ৷ ভয়ংকর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Running Train And Snatcher Viral Video)৷

চলন্ত ট্রেনের জানলা দিয়ে মোবাইল, সোনার হার টেনে নিয়ে যাওয়ার ঘটনা এ দেশে নতুন নয় ৷ তবে বিহারে এ বার যা ঘটল, তা নিঃসন্দেহে মনে ভয় ধরাবে ছিনতাইবাজদের ৷ এক ছিনতাইবাজ ট্রেনের বাইরে থেকে এক যাত্রীর মোবাইল ছিনতাই করার জন্য টান মারতেই তাঁর হাত ধরে ফেলেন ওই যাত্রী ৷ সঙ্গে সঙ্গে ছিনতাইবাজের আরেকটি হাতও অপর এক যাত্রী ধরে ফেলেন ৷ এরই মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে দেয় ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানাতে থাকেন ছিনতাইবাজ ৷ তাঁকে বলতে দেখা গিয়েছে, "আমার হাত ভেঙে যাবে...ছেড়ে দাও ৷" তবে তাঁর কথায় আমল দেননি যাত্রীরা ৷ তাঁরা হাত ছাড়েননি ছিনতাইবাজের ৷ তাঁকে শাস্তি দিতে তাঁর হাত শক্ত করে ধরে রাখা হয় ৷ আর বিদ্যুৎ গতিতে ছুটে চলে ট্রেন (Thief hanging moving train in begusarai)৷

আরও পড়ুন: ভরা বাজারে মোবাইল কেড়ে দৌড়, অভিযুক্তকে গণধোলাই

এ ভাবেই টানা 15 কিলোমিটার ট্রেন থেকে ঝুলতে থাকেন ওই ছিনতাইবাজ (Bihar Train Mobile Robbery)৷ বেগুসরাইয়ের সাহেবপুর কামাল স্টেশন থেকে খাগাড়িয়া পর্যন্ত যেন মৃত্যুকে চোখের সামনে প্রত্যক্ষ করেন তিনি ৷ যাত্রীরা চাইলে চেইন টেনে ট্রেনটি থামাতে পারতেন ৷ তবে তাঁরা ছিনতাইবাজকে সবক শেখাতে চেয়েছিলেন ৷ এই অবস্থায় আবার কয়েকজন গোটা ঘটনা মোবাইলে ভিডিয়ো রেকর্ডও করেন ৷ ট্রেনটি খাগাড়িয়া স্টেশনে এলে ওই ছিনতাইবাজকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় ৷ জিআরপি জানিয়েছে, অভিযুক্তের নাম পঙ্কজ কুমার ৷ তিনি সাহেবপুর কামাল স্টেশন এলাকার বাসিন্দা ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ যদিও এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর যাত্রীদের নির্মম মানসিকতাকে একহাত নিয়েছেন অনেকে ৷ তাঁদের মতে, আইনই শাস্তি দিত ওই ছিনতাইবাজকে ৷ তাঁর সঙ্গে যা করা হয়েছে, এতে তাঁর প্রাণও যেতে পারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.