ETV Bharat / bharat

General Consent for CBI সিবিআইকে ঠেকাতে সাধারণ সম্মতি প্রত্যাহারের পথে নীতীশরা

author img

By

Published : Aug 28, 2022, 8:09 PM IST

Updated : Aug 28, 2022, 9:09 PM IST

Bihar Mahagathbandhan Government going to withdraw general consent for CBI
General Consent for CBI সিবিআইকে ঠেকাতে সাধারণ সহমত প্রত্যাহারের পথে বিহার সরকার

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) অর্থাৎ সিবিআই (CBI)কে ঠেকাতে কোমর বাঁধছে বিহারের (Bihar) মহাগঠবন্ধন (Mahagathbandhan) সরকার ৷ প্রত্য়াহার করা হতে পারে সিবিআই-কে দেওয়া সাধারণ সম্মতি (General Consent for CBI) ৷

পটনা, 28 অগস্ট: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) অর্থাৎ সিবিআই (CBI)-এর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করতে পারে বিহারের (Bihar) সদ্য গঠিত 'মহাগঠবন্ধন' (Mahagathbandhan) সরকার ৷ রবিবার সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির নেতৃত্বের পক্ষে স্থির করা হয়, সিবিআই-কে এতদিন যে সাধারণ সম্মতি (General Consent for CBI) দেওয়া হত, এবার তা প্রত্য়াহার করে নেওয়া হবে ৷ কারণ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সংস্থাকে এক রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে ৷

প্রসঙ্গত, সিবিআই কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও ইচ্ছা মতো কোনও রাজ্য়ে ঢুকে তদন্তের কাজ করতে পারে না ৷ তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয় ৷ 1946 সালের দিল্লি বিশেষ পুলিশ প্রতিষ্ঠা আইন (Delhi Special Police Establishment) বা ডিএসপিই (DSPE) অনুসারে সিবিআই-কে এই নিয়ম মেনে চলতে হয় ৷ এই অবস্থায় বিহার সরকার সিবিআই-কে এভাবে 'বয়কট' করলে অনেক তদন্তের কাজ স্তব্ধ হয়ে যাবে ৷ বাড়বে জটিলতা ৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷

আরও পড়ুন: বিহারের সরকারি আধিকারিকের বাড়িতে মিলল 1 কোটি টাকা

তবে, বিহারের এই পদক্ষেপ নতুন কিছু নয় ৷ এর আগে পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, রাজস্থান, পঞ্জাব এবং মেঘালয়ও একই পথে হেঁটেছে ৷ তাদেরও অভিযোগ একই ছিল ৷ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (Shivanand Tiwari) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজেপি যেভাবে তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-কে ব্যবহার করছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ এই কারণেই মহাগঠবন্ধনের সরকারের যত দ্রুত সম্ভব সিবিআই-কে দেওয়া সাধারণ সম্মতি প্রত্য়াহার করে নেওয়া উচিত ৷

এই প্রসঙ্গে শিবানন্দ বলেন, শুধুমাত্র এখানেই থামলে হবে না ৷ কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর বিকল্পও খোঁজার চেষ্টা করতে হবে ৷ এর জন্য বিচার বিভাগের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অন্য়ান্য কী উপায় রয়েছে, তাও খতিয়ে দেখা দরকার ৷ শিবানন্দের অভিযোগ, এনডিএ জমানায় কেন্দ্রীয় সংস্থাগুলি সম্পূর্ণ রূপে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিধায়ক মেহবুব আলমের (Mehboob Alam) গলাতেও ৷ তিনি বলেন, কেন্দ্রের এনডিএ সরকার যে সরকারি সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই ৷

Last Updated :Aug 28, 2022, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.